মা অসুস্থ, ভর্তি এসএসকেএমে, বিকেলে দেখতে গেলেন Abhishek
এ দিন সকালে হাঁটুর সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয় অভিষেকের (Abhishek Banerjee) মাকে।
Updated By: Jun 15, 2021, 05:20 PM IST
![মা অসুস্থ, ভর্তি এসএসকেএমে, বিকেলে দেখতে গেলেন Abhishek মা অসুস্থ, ভর্তি এসএসকেএমে, বিকেলে দেখতে গেলেন Abhishek](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/15/326514-abhisheksskm.jpg)
নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মা অসুস্থ। তিনি চিকিৎসাধীন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। মঙ্গলবার বিকেলে মাকে দেখতে দেখতে হাসপাতালে যান অভিষেক (Abhishek Banerjee)। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।
এ দিন সকালে হাঁটুর সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয় অভিষেকের (Abhishek Banerjee) মাকে। ফিজিক্যাল মেডিসিনের চিকিৎসক রাকেশ প্রামাণিক তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ এসএসকেএমে যান অভিষেক। সেখানে ১৫ মিনিট মতো ছিলেন তিনি। মায়ের সঙ্গে দেখা করে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন- বিকাশরঞ্জনের আচরণে ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেসের একাংশ, একলা চলতে চেয়ে মেইল সোনিয়াকে