আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১তলা থেকে চিকিত্সকের মারণঝাঁপ!
পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক মহিলা চিকিত্সকের অস্বাভাবিক মৃত্যু। শুক্রবার সকাল সওয়া ১১টা নাগাদ এমার্জেন্সি বিভাগের ক্যাজুয়ালিটি ব্লকের ১১ তলা থেকে ওই ছাত্রী পড়ে যেতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় পৌলমী সাহা (২৫) নামে পিজিটি-র ওই ছাত্রীর।
'শেষবারের মতো দেখতে চাই ওকে!', উত্তরপ্রদেশে মৃত স্বামীর কাছে যাওয়ার অনুমতি পেল না বর্ধমানের সুজাতা
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন পৌলমীর ফিভার ক্লিনিকে ডিউটি ছিল। প্রত্যক্ষদর্শী জানান, "হঠাত্ জোরে একটা কিছু পড়ে যাওয়ার শব্দ শুনলাম। প্রথমে দেহটি কার্নিসে লাগে, তারপর রেলিংয়ে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে। বোধহয় কার্নিসে লাগার সময়ই আওয়াজ শুনতে পেয়েছিলাম।"
হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই পৌলোমী মানসিক অবসাদে ভুগছিলেন। শিশু বিভাগের সিক নিওনেটাল কেয়ার ইউনিটে তিনি ডিউটি করতেন। তার মানসিক অবসাদে ভোগা নিয়ে পরিবারকেও জানানো হয়েছিল।
পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস।