Manas Bhunia: মানস ভুঁইয়ার বিরুদ্ধে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি ৬ তৃণমূল বিধায়কের!

Manas Bhunia:  আগে কংগ্রেসে ছিলেন, এখন তৃণমূলে। ২০১৬ সালে দলবদল করেন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিধায়ক মানস ভুইঁয়া। রাজ্যের জলসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী তিনি। লোকসভা নির্বাচনের যখন রাজ্য মন্ত্রিসভার রদবদল হয়, তখন সেচ দফতরের অতিরিক্তি দায়িত্বও দেওয়া হয় মানসকে।

Updated By: Dec 24, 2024, 07:44 PM IST
Manas Bhunia: মানস ভুঁইয়ার বিরুদ্ধে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি ৬ তৃণমূল বিধায়কের!

প্রবীর চক্রবর্তী: অভিযোগ প্রায় একই! সেচমন্ত্রী মানস ভুঁইয়ার (Manas Bhunia) বিরুদ্ধে এবার মুখ্যমন্ত্রীর(CM Mamata Banerjee) কাছে চিঠি দিলেন পশ্চিম মেদিনীপুরের একাধিক বিধায়ক। ঘনিষ্টমহলের মন্ত্রীর প্রতিক্রিয়া, 'আমি দলের কোনও দায়িত্বে নেই'।  সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন:  SSC Scam| Partha Chattarjee: বছর শেষেও খুলল না জট, নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় পার্থর জামিন খারিজ

 

আগে কংগ্রেসে ছিলেন, এখন তৃণমূলে (TMC)। ২০১৬ সালে দলবদল করেন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিধায়ক মানস ভুইঁয়া। রাজ্যের জলসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী তিনি। লোকসভা নির্বাচনের যখন রাজ্য মন্ত্রিসভার রদবদল হয়, তখন সেচ দফতরের অতিরিক্তি দায়িত্বও দেওয়া হয় মানসকে। ওই দফতরের মন্ত্রী ছিলেন পার্থ ভৌমিক। লোকসভা ভোটে ব্য়ারাকপুরের অর্জুন সিং-কে হারিয়ে সাংসদ হয়েছেন তিনি। 

পশ্চিম মেদিনীপুরের তৃণমূল বিধায়কদের একাংশের অভিযোগ, দলের সংগঠনে নিজেদের আলাদা গোষ্ঠী তৈরি করছেন মানস। তাঁদের কোণঠাসা করে দিচ্ছেন! মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ করেন? সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:  Durgapur Bridge: নিউ আলিপুরের দুর্গাপুরে ব্রিজে বন্ধ ভারী ও পণ্যবাহী যান, ট্রাক বাস চলাচল! কেন?

ওর আগে, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের (Mohua Moitra) বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে তুলেন মুখ্য়মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন নদিয়ার কালিগঞ্জ, করিমপুর ও পলাশিপাড়ার বিধায়করা। চিঠিতে উল্লেখ, , তাঁদেরকে না জানিয়ে দল যেভাবে চলছে, তাতে দল করা সম্ভব নয়। 

.