সময়কে হার মানিয়ে মা হলেন ৬৪ বছরের সরলা

একচল্লিশ বছর ধরে দেখেছিলেন একটাই স্বপ্ন। অবশেষে হল সেই স্বপ্নপূরণ। বিয়ের চার দশক পর মা হলেন ৬৪ বছরের দিল্লির সরলা শ্রীবাস্তব। গত মাসে অদিভা সুপার স্পেশ্যালিটি কেয়ার নার্সিংহোমে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ষাটোর্ধ সরলা।

Updated By: Dec 11, 2013, 10:24 PM IST

একচল্লিশ বছর ধরে দেখেছিলেন একটাই স্বপ্ন। অবশেষে হল সেই স্বপ্নপূরণ। বিয়ের চার দশক পর মা হলেন ৬৪ বছরের দিল্লির সরলা শ্রীবাস্তব। গত মাসে অদিভা সুপার স্পেশ্যালিটি কেয়ার নার্সিংহোমে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ষাটোর্ধ সরলা।

বিয়ে হয়েছিল ১৯৭২ সালে। আর পাঁচটা সাধারণ দম্পতির মতোই ছিল জীবনে সন্তান আসার অপেক্ষা। বিয়ের পাঁচ বছর পরও যখন প্রাকৃতিক নিয়মে সন্তান আসেনি তখন গোয়ালিয়রের এক চিকিত্সককে দেখান শ্রীবাস্তব দম্পতি। চিকিত্সক জানিয়ে দেন স্বাভাবিক ভাবে কোনওদিনই মা হতে পারবেন না সরলা। একটি অস্ত্রপচারও করা হয় সরলার। ১৯৮৮ সালে প্রথমবারের জন্য আইভিএফ পদ্ধতির সাহায্য নেন সরলা। কিন্তু সফল হয়নি সেই চেষ্টা। তারপর থেকে টানা ২৪ বছর সন্তান আনার আর কোনও চেষ্টা করেননি শ্রীবাস্তব দম্পতি। অবশেষে ২০১২ সালে দ্বিতীয় বার চেষ্টা করে দেখতে রাজি হন তাঁরা।

সরলার চিকিত্সক সুলা রায় প্রসাদ জানান, "আমাদের কাছে ১০ সপ্তাহের গর্ভাবস্থা নিয়ে এসেছিলেন সরলা। এর আগে এরকম কেস আমার কাছে আসেনি। তাই কোনও উদাহরণও ছিল না সামনে। সাধারণ গর্ভাবস্থার নিয়ম মেনেই চিকিত্সা শুরু করি আমরা। সরলার উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকায় মৃত সন্তান প্রসবের সম্ভাবনা ছিল। ওষুধ এবং হরমোন থেরাপির দ্বারা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়েছে।"

গর্ভাবস্থার ৩২ সপ্তাহে শুরু হয় সমস্যা। তখনই অস্ত্রপচার করে বের করে আনতে হয় গর্ভস্থ শিশুকে। জন্মের সময় শিশুটির ওজন ছিল দেড় কেজি। টানা দু` সপ্তাহ ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকার পর এখন সম্পূর্ণ দুর্গা। এই নামই রেখেছেন গর্বিত শ্রীবাস্তব দম্পতি।

.