মুম্বইয়ের এক ব্যক্তির শরীরে ইবোলা সংক্রমণের লক্ষণ দেখা দিল

ইবোলা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিল মুম্বইয়ের এক বাসিন্দার মধ্যে। ওই ব্যক্তি কিছুদিন আগে কাজের সূত্রে নাইজেরিয়া গিয়েছিলেন। সারা পশ্চিম আফ্রিকা জুড়ে ইবোলা সংক্রমণের সময় তিনি সেখান থেকে মুম্বইয়ে ফেরেন।

Updated By: Aug 11, 2014, 03:49 PM IST
মুম্বইয়ের এক ব্যক্তির শরীরে ইবোলা সংক্রমণের লক্ষণ দেখা দিল

মুম্বই: ইবোলা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিল মুম্বইয়ের এক বাসিন্দার মধ্যে। ওই ব্যক্তি কিছুদিন আগে কাজের সূত্রে নাইজেরিয়া গিয়েছিলেন। সারা পশ্চিম আফ্রিকা জুড়ে ইবোলা সংক্রমণের সময় তিনি সেখান থেকে মুম্বইয়ে ফেরেন।

কিন্তু বাড়ি ফিরে তাঁর শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয়। তার সঙ্গেই চলতে থাকে লাগাতার ডাইরিয়া। যেহেতু আক্রান্ত ব্যক্তি ইবোলার লক্ষণ গুলি জানতেন তিনি স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করেন।

তাঁকে পরীক্ষা করার পরেই ডাক্তাররা জানতে পারবেন সত্যিই তিনি ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা।

ইতিমধ্যে, রবিবার কেন্দ্রীয় সরকার ইবোলার জন্য সারা দেশ জুড়ে কড়া সতর্কতা জারি করেছে। যদিও চেন্নাইয়ের এক বাসিন্দার ইবোলায় আক্রান্ত হওয়ার খবর অস্বীকার করা হয়েছে সরকারের তরফ থেকে।

দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালকে ইবোলার চিকিৎসার জন্য বিশেষ ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইবোলা আক্রান্ত পশ্চিম আফ্রিকাতে প্রায় ৪৫,০০০ অনাবাসী ভারতীয় বাস করেন।

 

.