Coronavirus: পুজোর আগে ফের বাড়ল করোনা, একলাফে ২২ হাজারের গণ্ডি পার

গত কয়েকদিন ধরে করোনা গ্রাফ নিম্নমুখী থাকলেও, বৃহস্পতিবার একলাফে ২২ হাজারের গণ্ডি পেরোল দৈনিক সংক্রমণ।

Updated By: Oct 7, 2021, 12:42 PM IST
Coronavirus: পুজোর আগে ফের বাড়ল করোনা, একলাফে ২২ হাজারের গণ্ডি পার
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: উৎসব আবহে ফের চিন্তা বাড়াল করোনাভাইরাস। গত কয়েকদিন ধরে করোনা গ্রাফ নিম্নমুখী থাকলেও, বৃহস্পতিবার একলাফে ২২ হাজারের গণ্ডি পেরোল দৈনিক সংক্রমণ। এই প্রেক্ষিতে দেশে ফের বাড়ল উদ্বেগ। পর পর দুদিন ২০ হাজারের গণ্ডি পেরিয়েছিল, কিন্তু ফের বাইশ হাজারের কোঠা পেরোনয় পুজোর আগে তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় রয়েছে। 

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের  দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২২ হাজার ৪৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে অনেকটা বেশি। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৯৪ হাজার ৩১২। দেশে একদিনে কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছেন ৩১৮ জন।

মৃত্যু পরিসংখ্যান নিয়েও নতুন করে চিন্তা বৃদ্ধি হয়েছে দেশে। বেশ অনেকদিন পর কোভিড হানায় প্রাণ হারানোর সংখ্যা ৩০০ এর গণ্ডি পেরোল। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৪৯ হাজার ৫৩৮ জন। তবে অ্যাক্টিভ কেস অনেকটাই স্বস্তিদায়ক। বর্তমানে দেশে কোভিড আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লক্ষ ৪৪ হাজার ১৯৮ জন। যা গত কয়েক মাসে সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৬০২ জন। 

আরও পড়ুন, Malaria Vaccine: বিশ্বের প্রথম ম্যালেরিয়া ভ্যাকসিনে অনুমোদন দিল WHO

এদিকে টিকাকরণও চলছে জোর কদমে। এখনও পর্যন্ত দেশে মোট ৯২ কোটি ৬৩ লক্ষেরও বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন প্রায় ৪৩ লক্ষ নাগরিক। দেশের মধ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। দেশের মোট দৈনিক সংক্রমণের অর্ধেকের বেশি সংক্রমণ দক্ষিণের এই রাজ্য থেকে। গত ২৪ ঘণ্টায় কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬১৬ জন।

এদিকে, রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৮৬ জন। এ নিয়ে রাজ্য মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৭৩ হাজার ২৪৬ জন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.