Corona Update: ১৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন! একলাফে দৈনিক সংক্রমণ নামল ২৫ হাজারে, কমছে মৃত্যুও

দীর্ঘ পাঁচ মাস বাদে আক্রান্তের সংখ্যায় কিছুটা স্বস্তি দেখছে দেশ। 

Updated By: Aug 17, 2021, 11:35 AM IST
Corona Update: ১৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন! একলাফে দৈনিক সংক্রমণ নামল ২৫ হাজারে, কমছে মৃত্যুও

নিজস্ব প্রতিবেদন: দৈনিক পরিসংখ্যানে বেশ কিছুটা স্বস্তিতে দেশ। গত ২৪ ঘণ্টায় দেশে অনেকটাই কমল কোভিড সংক্রমণ।  গত ১৬ মার্চ ভারতে শেষ বার ২৫ হাজারের নীচে নেমেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। অর্থাৎ প্রায় ১৫৪ দিন পর করোনা সংক্রমণ কমল এমন রেকর্ড হারে। দীর্ঘ পাঁচ মাস বাদে আক্রান্তের সংখ্যায় কিছুটা স্বস্তি দেখছে দেশ। 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা হানায় মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। মঙ্গলবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২২ লক্ষ ৫০ হাজার ৬৭৯। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩২ হাজার ৭৯ জনের।

আরও পড়ুন, Corona Update: দেশে বেশ কিছুটা কমল করোনা সংক্রমণ, কেরলে ২০ হাজার ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৮৩০ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১৪ লক্ষ ৪৮ হাজার ৭৫৪ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশে অনেকটাই বাড়ছে সুস্থতার হার। অন্যদিকে কমছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৯ হাজার ৮৪৬।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হারও অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ১.৬১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৮৮ লক্ষ ১৩ হাজার ৯১৯ জনকে টিকা দেওয়া হয়েছে, যা কার্যত রেকর্ড বলেই উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত পরিসংখ্যানে৷

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.