জুনেই SII-র নতুন করোনাটিকা, স্কুল অফ ট্রপিক্যালে ট্রায়ালের সম্ভাবনা

ইউকে এবং আফ্রিকা স্ট্রেনের বিরুদ্ধে এর কার্যকারিতা প্রমাণিত।

Updated By: Jan 30, 2021, 03:42 PM IST
জুনেই SII-র নতুন করোনাটিকা, স্কুল অফ ট্রপিক্যালে ট্রায়ালের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদন: আসছে আর একটি করোনাটিকা! নোভাভ্যাক্সের সঙ্গে চুক্তি করে ভারতের বাজারে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া আনতে চলেছে কোভাভ্যাক্সের নতুন এই টিকা। টুইট করে সেই সুখবর জানালেন সেরামকর্তা আদার পুনাওয়ালা। পাশাপাশি, কলকাতাবাসীর পক্ষে শ্লাঘার যে, গোটা রাজ্যের মধ্যে এর ট্রায়াল চলতে পারে একমাত্র 'ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে'। 

আমেরিকার ফার্মাসি কোম্পানি নোভাভ্যাক্স (Novavax)জানিয়েছে, তাদের নতুন covid vaccine ভারতের টিকার বাজারকে উজ্জীবিত করবে। অচিরেই তিন দফার ট্রায়াল শুরু হবে। পুণের Serum Institute of India-র সঙ্গে Novavax মিলিতভাবে এই প্রকল্পে সামিল। Novavax Inc মনে করছে, মে-জুন নাগাদ তাদের দেড় কোটি COVID-19 vaccine ডোজ বাজারে চলে আসবে। শুক্রবারই এই মর্মে তাদের chief executive অফিসার বক্তব্য রেখেছেন। ব্রিটেনে ট্রায়ালের নিরিখে তিনি জানান, এই টিকা অন্তত ৮৯ শতাংশ কার্যকর হবে। যার অর্থ, করোনার ব্রিটেন স্ট্রেনের বিরুদ্ধে কার্যকর এই টিকা।

Also Read: দশ কোটি পেরিয়ে গেল বিশ্বে করোনা-আক্রান্তের সংখ্যা

এ প্রসঙ্গে সব চেয়ে উল্লেখযোগ্য, নতুনতর এই টিকার ট্রায়াল-পর্ব চলবে এ রাজ্যের একমাত্র কেন্দ্র কলকাতার STM-য়ে। এ জন্য় 'স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে' সমস্ত ব্য়বস্থাই পাকা। সেখানে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে সংশ্লিষ্ট টিকার তৃতীয় দফার ট্রায়াল চলবে।  মোটামুটি ১০০ জনের মতো স্বেচ্ছাসেবী এই ট্রায়ালে অংশ নিতে পারবেন। অনেক চিকিৎসকও বিষয়টি নিয়ে উৎসাহিত। মে মাসের মধ্যেই তার ফলাফল চলে আসবে বলে মনে করা হচ্ছে। আর তার পরেই জুন নাগাদ তা বাজারে আনা যাবে বলে মত সংশ্লিষ্ট সকলের।

Serum Institute of India-র CEO Adar Poonawalla জানিয়েছেন, নতুন এই টিকার ১ কোটি ডোজ তাঁরা তৈরি করবেন। যার অন্তত অর্ধেক ভারতের বাজারের জন্যই। নতুন টিকার প্রসঙ্গে এক টুইটে শনিবার Poonawalla জানান, চলতি বছরের জুন নাগাদ বাজারে চলে আসবে নতুন টিকা। 

প্রসঙ্গত, কোভিশিল্ড (Covishield vaccine) বাজারে প্রথম আসার লগ্নেও (first shipments of Covishield)এক টুইটে Poonawalla সেই 'emotional moment'-র উল্লেখ করেছিলেন।

Also Read: ফেব্রুয়ারির গোড়াতেই রাজ্যে কোভ্যাক্সিন

.