ভোটপ্রার্থী জয়াপ্রদার গাড়িতে ঢিল পড়ল বিজনোরে
ভোটপ্রার্থী জয়াপ্রদার গাড়িতে ঢিল
ভোটপ্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন অভিনেত্রী জয়াপ্রদা। বিজনোরে জয়াপ্রদার গাড়িতে ঢিল ছুঁড়লেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। ঢিল ছোঁড়ার পর কাঁচ ভেঙে সামান্য আহতও হন জনপ্রিয় এই অভিনেত্রী। ঘটনার পরেই স্থানীয় পুলিস স্টেশনে অভিযোগ জানাতে ছুটে যান জয়াপ্রদা। জোরদার করা হয় তাঁর নিরাপত্তা।
রাষ্ট্রীয় জনতা দলের (আর এলডি) হয়ে এবারের লোকসভা নির্বাচনে বিজানোর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন জয়াপ্রদা। আসন্ন লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে এবার জোট বেঁধে লড়বে আরএলডি।
জয়াপ্রদা অভিনয় জগৎ থেকে রাজনীতিতে পা রেখেছেন অনেক আগেই। তখন থেকেই তাঁর রাজনৈতিক গুরু ছিল অমর সিং । এবার তাঁরা যোগ দেন রাষ্ট্রীয় লোকদলে। সমাজবাদী পার্টি থেকে বহিষ্কৃত তাঁরা। দল বিরোধী কাজ ও দলের ভাবমূর্তি নষ্টের অভিযোগ ছিল তাদের উপর ৷
২০১২ সালে লোক মঞ্চ গড়ে উত্তরপ্রদেশের ৩৬০টি আসনে লড়েন অমর সিং। কিন্তু সে সময় তাঁকে বিপুল ভোটে হারতে হয়। ২০০৮ সালে আস্থা ভোটে বিজেপি’র তিন সাংসদকে কেনার চেষ্টা করেছিলেন তিনি। এছাড়াও বিভিন্ন সময়ে নানা বিতর্কে তাঁর নাম জড়িয়েছে।