যেখানে প্রাণনাশের চক্রান্ত, ফের সেই হোটেলেই মুখ্যমন্ত্রী?
যে হোটেলে দুর্ঘটনার কবলে পড়েছিলেন মুখ্যমন্ত্রী, শুক্রবার ফের সেই হোটেলেই উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রাণনাশের চক্রান্ত হয়েছিল, এমন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী নিজে। এই হোটেলের কর্মচারীদের মধ্যে কেউ এই চক্রান্তের সঙ্গে যুক্ত কি না তা নিশ্চিত হওয়ার আগেই কেন ফের মুখ্যমন্ত্রীকে রাখা হল এই হোটেলেই?
যে হোটেলে দুর্ঘটনার কবলে পড়েছিলেন মুখ্যমন্ত্রী, শুক্রবার ফের সেই হোটেলেই উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রাণনাশের চক্রান্ত হয়েছিল, এমন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী নিজে। এই হোটেলের কর্মচারীদের মধ্যে কেউ এই চক্রান্তের সঙ্গে যুক্ত কি না তা নিশ্চিত হওয়ার আগেই কেন ফের মুখ্যমন্ত্রীকে রাখা হল এই হোটেলেই?
বৃহস্পতিবার মালদায় মুখ্যমন্ত্রী র হোটেলে ঘটেছিল দুর্ঘটনা। মুখ্যমন্ত্রীর অভিযোগ তাঁকে মারার চক্রান্ত করেছিলেন বিরোধীরা। মুখ্যমন্ত্রীর এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকেই রীতিমতো হইচই শুরু হয়ে যায় নানা মহলে। জেট ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন এমন ঘটনা ঘটল, তানিয়ে তদন্তের দাবি জানায় বিরোধীরা। দমকলের পক্ষ থেকে হোটেলের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
কী ঘটনা ঘটেছিল তা তদন্ত করতে শুক্রবার সকালে পৌছে যায় ফরেন্সিক দল। গোটা হোটেলের ইলেকট্রিক লাইন পরীক্ষা করে দেখা হয়। তদন্ত শুরু করেছে পুলিসের উচ্চপর্যায়ের দল। ঠিক কী ঘটেছিল? তদন্ত শেষ হওয়ার আগে , এর জবাব দিতে চাননি অনেকেই। তবে ক্যামেরার সামনে মুখ খুলেছেন এক গোয়েন্দা অফিসার।যিনি মুখ্যমন্ত্রীর খাবারের দেখভালের দায়িত্বে রয়েছেন।
কিন্তু মুখ্যমন্ত্রীর অভিযোগ প্রাণনাশের চেষ্টা করা হয়েছে।এরপর বেলা দুটো নাগাদ হোটেল ছেড়ে বেরিয়ে বীরভূমে সভা করতে যান মুখ্যমন্ত্রী। সন্ধে ছটা নাগাদ ফের ওই হোটেলেই ফিরে যান মুখ্যমন্ত্রী। মালদার ওই বেসরকারি হোটেলে মুখ্যমন্ত্রীকে কেন আবার রাখা হল তানিয়ে কিন্তু রীতিমতো চিন্তিত তৃণমূলের শীর্ষ নেতাদের একাংশ। কারণ-
এক --মুখ্যমন্ত্রী নাশকতার অভিযোগ করেছেন। এই নাশকতার সঙ্গে হোটেলের কেউ যুক্ত থাকতে তাহলে কেন তাকে এত ঝুঁকি নিয়ে ওই হোটেলেই রাখা হল
দুই---
তৃণমূল নেতৃত্বের অভিযোগ এ সি বিপত্তি থেকেই এই দুর্ঘটনা। মুখ্যমন্ত্রী এখন যে ঘরে আছেন সেখানে সবটা পরীক্ষা করা হয়েছে তো?
তিন
যে কোনও ভিভিআইপি ক্ষেত্রে কোথাও কোনও দুর্ঘটনা ঘটলে দ্রুত সেখান থেকে তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। আর এখানে শুধু দুর্ঘটনা নয়, মুখ্যমন্ত্রীর প্রাণনাশের চেষ্টার অভিযোগ। তারপরেও কেন তাকে সেই হোটেলেই রাখলেন জেলার মন্ত্রী এবং নিরাপত্তারক্ষীরা। সেটাই ভাবাচ্ছে সকলকে।