বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বারাসতের বাণীকণ্ঠনগরের ঘটনা। অভিযোগ, ঝড়-বৃষ্টিতে ছিঁড়ে যায় তৃণমূল প্রার্থীর ব্যানার, হোর্ডিং। শনিবার সন্ধ্যায় বিজেপি কার্যালয়ে বসেছিলেন দুজন।
Updated By: May 4, 2014, 09:33 AM IST
বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বারাসতের বাণীকণ্ঠনগরের ঘটনা। অভিযোগ, ঝড়-বৃষ্টিতে ছিঁড়ে যায় তৃণমূল প্রার্থীর ব্যানার, হোর্ডিং। শনিবার সন্ধ্যায় বিজেপি কার্যালয়ে বসেছিলেন দুজন।
অভিযোগ, সেইসময় ব্যানার ছেঁড়ার অভিযোগে তাঁদের ওপর চড়াও হয় কয়েকজন। আক্রান্ত হন স্থানীয় এক দোকানদারও। তাঁদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় বারাসত হাসপাতালে ভর্তি সুজিত নায়েক নামে এক বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।