Katrina Kaif : বিয়ের পর প্রথম জন্মদিন, সেলিব্রেশনে ভিকির সঙ্গে মলদ্বীপ উড়ে গেলেন ক্যাটরিনা
স্ত্রীর এই জন্মদিনটা আরও বেশি সুন্দর করে তুলতে চান ভিকিও।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=qJAr6qVx)
![Katrina Kaif : বিয়ের পর প্রথম জন্মদিন, সেলিব্রেশনে ভিকির সঙ্গে মলদ্বীপ উড়ে গেলেন ক্যাটরিনা Katrina Kaif : বিয়ের পর প্রথম জন্মদিন, সেলিব্রেশনে ভিকির সঙ্গে মলদ্বীপ উড়ে গেলেন ক্যাটরিনা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/16/382548-70750967094760.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩৯ বছরে পা রাখলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। এবারের জন্মদিনটা 'ক্যাট'-এর জন্য একটু বেশিই স্পেশাল। ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর এটাই ক্যাটরিনার প্রথম জন্মদিন (Birthday)। স্ত্রীর এই জন্মদিনটা আরও বেশি সুন্দর করে তুলতে চান ভিকিও। তাই চটজলদি মলদ্বীপ (Maldives) ঘুরে আসার পরিকল্পনা করে ফেলেছেন অভিনেতা।
বৃহস্পতিবার ক্যাটরিনার জন্মদিন সেলিব্রেট করতে তাঁকে নিয়ে মলদ্বীপ উড়ে যান ভিকি কৌশল। মলদ্বীপ যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির লেন্সবন্দি হন তারকা দম্পতি। সেই ভিডিয়ো উঠে এসেছে পাপারাৎজি ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রামে। বিমানবন্দরে ক্যাসুয়াল টি-শার্ট এবং ট্রাউজারে দেখা যায় ভিকিকে। অন্যদিকে, 'ক্যাট'-এর পরনে ছিল ডেনিম জিন্সের সঙ্গে গেরুয়া সোয়েটশার্ট। যে সোয়েটশার্টটির দাম নাকি ৪০, ৯৯০ টাকা।
আরও পড়ুন-পর্দায় যাত্রাশুরু বিগ বি-র নাতনির, আপনিও মজবেন...
প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর রাজস্থানে সাতপাকে বাঁধা পড়েন ভিকি-ক্যাট। বিয়ের পর থেকে খুব একটা জনসমক্ষে দেখা যায় নি ক্যাট-ভিকি জুটিকে, এমনকি সোশ্যাল মিডিয়াতেও সেভাবে অ্যাক্টিভ নন ক্যাট। সম্প্রতি তাই ক্যাটরিনা মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যদিও এবিষয়ে কোনও মন্তব্য করেননি তারকা দম্পতি। অনুরাগীদের প্রশ্ন, জন্মদিনে মলদ্বীপ থেকেই কি সকলকে সুখবর শোনাবেন ক্যাটরিনা?