টলিপাড়ার রাজনীতিতে শিল্পী হারাচ্ছে মান, শিল্প হারাচ্ছে সত্তা

টলিপাড়ার রাজনীতি বেশ কিছু শিল্পীদের কাজ কেড়ে নিয়েছে বলে অভিযোগ খোদ শিল্পী-কলাকুশলীদের একাংশের। অভিযোগ, শাসকদলের ছত্রছায়ায় থাকলেই মিলবে কাজ, অন্যত্র গেলেই হুমকির শিকার হচ্ছেন তাঁরা।

Updated By: Jan 11, 2015, 11:12 AM IST
টলিপাড়ার রাজনীতিতে শিল্পী হারাচ্ছে মান, শিল্প হারাচ্ছে সত্তা

কলকাতা: টলিপাড়ার রাজনীতি বেশ কিছু শিল্পীদের কাজ কেড়ে নিয়েছে বলে অভিযোগ খোদ শিল্পী-কলাকুশলীদের একাংশের। অভিযোগ, শাসকদলের ছত্রছায়ায় থাকলেই মিলবে কাজ, অন্যত্র গেলেই হুমকির শিকার হচ্ছেন তাঁরা।

বড় পর্দা হোক বা ছোট পর্দা। এমনকি যাত্রাতেও রঙ দেখেই মিলছে কাজ।  শাসকদলের ছত্রছায়ায় না থাকলে মিলবে না সুযোগ।  এমনকি ফিল্ম রিলিজের ক্ষেত্রেও রঙ দেখেই নেওয়া হচ্ছে সিদ্ধান্ত। অভিযোগ টলিপাড়ার কলাকুশলী-পরিচালকদের একাংশের।

অভিযোগ, শাসকদল ছাড়া অন্য সংগঠন ব্রাত্য। সেই সাহস দেখালে মিলছে হুমকি। এবিষয়ে সরাসরি আবাসনমন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাঁরা। যদিও এধরনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি স্বরূপবাবুর।

বিজেপির শিল্পীদের ইউনিটে ইতিমধ্যেই যোগ দিয়েছেন অনেকেই। তাঁদের বক্তব্য, অনেকেই কাজ যাওয়ার ভয়ে এখনও  নাম না লেখালেও ফোনে যোগাযোগ রাখছেন।

 

.