করিশ্মার জন্মদিনে তৈমুরের 'কীর্তি' এখন ভাইরাল
সইফ, করিনা চেষ্টা করলেও, তৈমুর নজর ছিল একদিকেই
![করিশ্মার জন্মদিনে তৈমুরের 'কীর্তি' এখন ভাইরাল করিশ্মার জন্মদিনে তৈমুরের 'কীর্তি' এখন ভাইরাল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/06/26/125877-pagetoiiiitoi.jpg)
নিজস্ব প্রতিবেদন : করিশ্মা কাপুরের ৪৪তম জন্মদিন। সেই উপলক্ষ্যে আপাতত লন্ডনে রয়েছে কাপুর পরিবার। কাপুর কন্যার জন্মদিনে লন্ডনে হাজির হয়েছেন সইফ, করিনা থেকে শুরু করে করিশ্মা পুত্র কিয়ান, সামাইরা, ববিতা কাপুররা। করিশ্মার জন্মদিন যখন সবাই মিলে সেলিব্রেট করছেন কাপুররা, সেই সময় তৈমুর কি করল জানেন?
আরও পড়ুন : করিশ্মার জন্মদিনে কাপুরদের গ্র্যান্ড সেলিব্রেশন, দেখুন
দেখুন ছবি..
করিশ্মা, কিয়ান, সামাইরা, ববিতারা যখন পোজ দিতে ব্যস্ত, সেই সময় তৈমুরকে দেখা যায় কাপ কেকের দিকে তাকিয়ে থাকতে। পাপারাত্জিকে দেখে যে তৈমুর ব্যস্ত থাকে পোজ দিতে, মাসি করিশ্মার জন্মদিনে তাকেই দেখা গেল অন্যরকম মুডে। অর্থাত, ক্যামেরা নয়, এবার তৈমুরের পছন্দ শুধু কাপ কেক। ছোট্ট নবাবের ওই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন : আংটি বদলের পরও ভেঙে গেল অভিষেক-করিশ্মার বিয়ে, কারণ কি জানেন?
এদিকে লন্ডনে ছুটি কাটানোর সময় তৈমুরের ছবি তুলতে গেলে ভক্তকে বাধা দেন সইফ। বিদেশে যেন তাঁদের উপর ক্যামেরার নজর না থাকে, ভক্তদের কাছে সেই আবেদনই জানান সইফ আলি খান।