তিন দিনেই ৭৭.৬৪ কোটি, সিংহম রিটার্নসের ১০০ কোটি ছোঁয়া এখন শুধুই সময়ের অপেক্ষা
Updated By: Aug 18, 2014, 07:39 PM IST
গত শুক্রবার মুক্তি পেয়েছে সিংহম রিটার্নস। আর মাত্র ৩ দিনেই বক্সঅফিসে আয় ৭৭.৬৪ কোটি। ১০০ কোটির শিবিরে পৌছনো এখন শুধুই কয়েক ঘণ্টার অপেক্ষা।
এখনও পর্যন্ত বছরের দ্বিতীয় বৃহত্তম ছবি সিংহম রিটার্নস। আগে রয়েছে শুধু সলমন খানের কিক। অজয় দেবগনের জীবনের সবথেকে সফল বক্সঅফিস উদ্বোধন সিংহম রিটার্নস। মুক্তির প্রথম দিনেই ছবির আয় ছিল ৩২.০৯ কোটি। দ্বিতীয় দিনেই যা পেরিয়ে গিয়েছে ৫০ কোটি(৫৩.১৪)।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করেছেন, "#সিংহম রিটার্নস। শুক্রবার ৩২.০৯ কোটি, শনিবার ২১.০৫ কোটি, রবিবরা ২৪.৫০ কোটি। মোট ৭৭.৬৪ কোটি। ইন্ডিয়া বিজ। অজয় দেবগনের বিগেস্ট ওপেনার।"
২০১১ সালের ব্লকবাস্টার সিংহমের সিক্যোয়েল সিংহম রিটার্নস। রোহিত শেঠি পরিচালিত ছবিতে রয়েছেন অজয় দেবগন ও করিনা কপূর।