টুইটারে ফাঁস অজয় দেবগণের শিবায় ছবির প্রথম দৃশ্য!
Updated By: Oct 28, 2016, 03:33 PM IST
ওয়েব ডেস্ক: লিক হল অজয় দেবগণের শিবায় ছবির প্রথম দৃশ্য। টুইট করে এই সিন প্রকাশ্যে আনলেন কমল আর খান। দুবাইয়ে ছবিটি দেখার পর এই কান্ড ঘটান তিনি। নিজের টুইটার পেজে ছবির ফার্স্ট সিন পোস্ট করেন। তবে টনক নড়ে খুব শীঘ্রই। সঙ্গে সঙ্গেই মুছে দেন পোস্ট। কিন্তু রিলায়েন্স এন্টারটেনমেন্ট কমল আর খনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন।
It's my review of film #Shivaay n review of #AeDilHaiMushkil is coming with 3 hours so keep watching! https://t.co/Fx5F9V0NHN via @youtube
— KRK (@kamaalrkhan) October 28, 2016
It's totally unfair if Ajay Devgan team make such photo of mine n post on social media! pic.twitter.com/aGGEfGiXQ4
— KRK (@kamaalrkhan) October 28, 2016