‘কখনো কুমারী সাজতে পারিনি’, দুঃখ কোয়েল মল্লিকের

মহাষ্টমীর সকাল থেকেই মল্লিক বাড়ির পুজোতে হাত লাগিয়েছেন কোয়েল। সকালের কল্যাণী পুজো থেকেই তিনি ছিলেন। পুষ্পাঞ্জলির পর কুমারী পুজোতেও ছিলেন কোয়েল। তাঁর সঙ্গে ছিলেন স্বামী নিসপাল সিং রানেও। 

Updated By: Oct 17, 2018, 12:52 PM IST
‘কখনো কুমারী সাজতে পারিনি’, দুঃখ কোয়েল মল্লিকের
ছবি- ফেসবুক
নিজস্ব প্রতিবেদন: পেশাগত জীবনে তাঁকে ‘দূর্গা’ হতে হয়েছে বহুবার। চিত্রনাট্যের প্রয়োজনেই ‘দশভূজা’-র ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি।  সিলভার স্ক্রিনের মহালয়াতেও দনুজদলনী হয়েছিলেন মল্লিক বাড়ির বাড়ির মেয়ে। তবে কোনও দিনই 'কুমারী' হতে পারেননি, তাই দুঃখ কোয়েলের। 
 

জেনে নিন- আসছে বছর পুজোয় লম্বা ছুটি, জেনে নিন ষষ্ঠী থেকে দশমী কোন তারিখ, কোন বার!  

টলি অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা তাঁর মেয়েবেলাতে খুব চেয়েছিলেন তিনি অন্তত একবার কুমারী রূপে পূজিতা হতে। কিন্তু সেই সৌভাগ্য কোনও দিনই হয়নি তাঁর। যেহেতু বাড়ির পুজোতে বাড়ির কোনও মেয়েকে কুমারী রূপে পূজিতা হওয়ার রীতি নেই, সে কারণেই মল্লিক বাড়িতে মহাষ্টমী-তে কুমারী পুজো’ অনুষ্ঠিত হলেও তিনি কোনও দিনই ‘কুমারী’ হতে পারেননি। ‘কুমারী পুজো’-তে অংশগ্রহণ করেছেন ঠিকই, তবে সেটা পূজারি হিসেবেও। এবারও মল্লিক বাড়ির পুজোতে কুমারী পুজোয় অংশ নিয়েছেন কোয়েল। নিজ হাতে সাজিয়েছেন দিদির মেয়েকে।
 

দেখে নিন- আনন্দে মেতেছে ওপার বাংলা, দেখে নিন বাংলাদেশের সেরা পাঁচ পুজো 

কোয়েল জি ২৪ ঘণ্টা-কে জানিয়েছেন, “ছোটবেলায় কুমারী সাজার সখ থাকলেও তা কোনও দিনই তা পূর্ণ হয়নি। বাড়ির পুজোয় বাড়ির মেয়েরা কুমারী হতে পারে না। তাই আমার আর সেই সৌভাগ্য হয়নি। এবার দিদি মেয়ে কুমারী হল। দিদির যেহেতু বিয়ে হয়ে গিয়েছে, গোত্র পরিবর্তন হয়েছে, তাই দিদির মেয়ের কুমারী হওয়ায় কোন সমস্যা নেই”।
 
উল্লেখ্য, মহাষ্টমীর সকাল থেকেই মল্লিক বাড়ির পুজোতে হাত লাগিয়েছেন কোয়েল। সকালের কল্যাণী পুজো থেকেই তিনি ছিলেন। পুষ্পাঞ্জলির পর কুমারী পুজোতেও ছিলেন কোয়েল। তাঁর সঙ্গে ছিলেন স্বামী নিসপাল সিং রানেও। 
.