কিক সিক্যোয়েলের স্ক্রিপ্ট লিখছেন সলমন
অভিনয়, প্রযোজনা অনেক হয়েছে। এবার লিখে ফেলছেন একটা গোটা চিত্রনাট্য। কিক সিক্যোয়েলের স্ক্রিপ্ট নিজের হাতেই লিখতে চান সলমন।
ওয়েব ডেস্ক: অভিনয়, প্রযোজনা অনেক হয়েছে। এবার লিখে ফেলছেন একটা গোটা চিত্রনাট্য। কিক সিক্যোয়েলের স্ক্রিপ্ট নিজের হাতেই লিখতে চান সলমন।
কিক সিক্যোয়েল নিয়ে নিজের গল্পের ভাবনা পরিচালক সাজিদ নাদিওয়াদওয়ালাকে শুনিয়েছিলেন সলমন। গল্প শুনে ভাল লেগে যায় সাজিদের। তখনই সলমনকে অনুরোধ করেন সিক্যোয়েলের স্ক্রিপ্টটা লিখেই ফেলতে। একটি দৈনিককে এই খবর জানিয়েছেন সাজিদ নিজেই। কিকের পরিচালক বলেন, "হ্যাঁ, এটা সত্যি যে সলমন স্ক্রিপ্ট নিয়ে ভাবনার কথা বলেছেন। কিন্তু, এখনই এই বিষয় বেশি কিছু বলার সময় আসেনি।"
সূত্রে খবর, সলমন বিষয়টি নিয়ে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। বন্ধুদের সঙ্গে আলোচনাও করেছেন এই স্ক্রিপ্ট নিয়ে। এখনও ছবির গল্প নিয়ে কিছু জানা যায়নি। তবে সলমনের মতোই ছবির গল্পেও থাকবে আবেগ। বেশ কয়েকটি ছবির শুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকায় এখনই স্ক্রিপ্ট লেখার কাজে হাত দিচ্ছেন না সলমন। সবকিছু ঠিক থাকলে সলমনের গল্পেই হয়তো কিক সিক্যোয়েল পরিচালনা করবেন সাজিদ।
এর আগে ২০১০ সালে বীর ছবির স্ক্রিপ্ট লিখেছিলেন সলমন।