সলমনের সাজা ঘোষণার দিন বন্ধ রইল সলমন থিম রেস্তোরাঁ 'ভাইজানজ'

সাজা ঘোষণার পর দু'দিনের জামিনে সলমন কিছু স্বস্তিতে থাকলেও ঘুম ছিল না ভক্তদের চোখে। তরতর করে নেমেছে ইরোজ ইন্টারন্যাশনাল মিডিয়ার শেয়ার, প্রিয় দাদার জন্য দুঃখে খাওয়া ছেড়েছেন যুক্ত যমজ বোন, আর বন্ধ রইল বান্দ্রায় সলমন খান থিম রেস্তোরাঁ ভাইজানজ(Bhaijaanz)।

Updated By: May 8, 2015, 01:18 PM IST
সলমনের সাজা ঘোষণার দিন বন্ধ রইল সলমন থিম রেস্তোরাঁ 'ভাইজানজ'

ওয়েব ডেস্ক: সাজা ঘোষণার পর দু'দিনের জামিনে সলমন কিছু স্বস্তিতে থাকলেও ঘুম ছিল না ভক্তদের চোখে। তরতর করে নেমেছে ইরোজ ইন্টারন্যাশনাল মিডিয়ার শেয়ার, প্রিয় দাদার জন্য দুঃখে খাওয়া ছেড়েছেন যুক্ত যমজ বোন, আর বন্ধ রইল বান্দ্রায় সলমন খান থিম রেস্তোরাঁ ভাইজানজ(Bhaijaanz)।

২০১৫ সালের ৯ মার্চ সলমনের কিছু অন্ধভক্ত মিলে খোলেন ভাইজানজ রেস্তোরাঁ। তাদের মধ্যেই একজন জাফর সইদ ইউসুফ জানান, সলমন খানকে আমরা ভালবাসি। তাই রেস্তোরাঁ বন্ধ রেখেছি। সারাদিন আমরা আদালতে ছিলাম। সন্ধে পর্যন্ত রেস্তোরাঁ খোলার কোনও কারণ খুঁজে পাইনি। এটাকে আপনারা প্রতিবাদও বলতে পারেন।

রায় ঘোষণার আগে ভাইজানজ পরিকল্পনা করেছিল সলমনের অপরাধ প্রমাণিত না হলে ভাইজানজ ৫০ শতাংশ ছাড় দেবে। সেই পরিকল্পনা আপাতত স্থগিত। তবে জাফরের রয়েছে আরও বড় পরিকল্পনা। বম্বে হাইকোর্টের নির্দেশে যদি জামিন পেয়ে যান সলমন তবে তারে ভাইজানজে আমন্ত্রণ জানাতে চান জাফর। শুধু মালিক নন। রেস্তোরাঁ কর্মীরাও সকলেই সলমনের ভক্ত। ক্যাশিয়ার বাসু রাওয়াত জানালেন, রায় শোনার পর আমরা দুঃখে রেস্তোরাঁ বন্ধ রেখেছিলাম। আজ খুলেছি। সলমন একজন ভাল মানুষ। ওর শাস্তি পাওয়া উচিত্‍ নয়।

ভাইজানজ রেস্তোরাঁর সাজসজ্জা থেকে মেনু, সবকিছুই সলমনের প্রতি উত্‍সর্গীকৃত। দেওয়াল জুড়ে পোস্টারের পাশাপাশি মেনু চার্ট জুড়ে রয়েছে সলমনের হিট ছবি ও গানের তালিকা। তার মধ্যে রয়েছে, চুলবুল চাওয়াল, চা-গরম চায় কি পেয়ালি হো। দাবাং ও দাবাং টু-য়ের জন্য রয়েছে পাতা ভর্তি মেনু। ফেসবুক ও টুইটারে বন্ধ রেস্তোরাঁর ছবি দেখে অনেকেই এ দিন এসেছিলেন দেখতে।

 

.