হাত মেলাবেন না, করোনা থেকে বাঁচতে নমস্কার করুন, সেলাম জানান; বললেন সলমন
নিজের সোশ্যাল সাইটে বার্তা দেন সলমন খান
নিজস্ব প্রতিবেদন: বর্তমানে গোটা বিশ্ব কাঁপছে করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কে। চিন, ইরান, ইতালি সহ এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ভারতের নামও। ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে ২৯ জন করোনায় আক্রান্ত বলে জানা যাচ্ছে। করনোর সংক্রমণ থেকে বাঁচতে ভক্তদের নয়া উপায় বাতলে দিলেন সলমন খান।
আরও পড়ুন : স্বামী বিবেকানন্দ সাজলেন জয়া, ছবি শেয়ার করলেন অমিতাভ বচ্চন
তিনি বলেন, বিশ্ব জুড়ে যতদিন না পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যাচ্ছে, ততদিন কেউ একে অপরের সঙ্গে হাত মেলাবেন না। একে অন্যকে নমস্কার জানান। শুধু তাই নয়, ভারতীয় সংস্কৃতিতে নমস্কার এবং সেলাম জানানোর রীতি রয়েছে। এখানে হাত মেলানোর কোনও রীতি নেই। তাই ওই রীতি মানার কোনও যুক্তিও নেই। করোনা সংক্রমণ রোধ করার পর তবেই একে অন্যের সঙ্গে হাত মেলান বলেও সাবধান করেন সলমন খান।
আরও পড়ুন : বিয়ে করেননি ভিভ রিচার্ডস, মেয়েকে পিতৃ পরিচয় দিতে নীনাকে বিয়ের প্রস্তাব বহু বন্ধুর
দেখুন সলমনের সেই স্টেটাস...
তবে শুধু সলমন নন, এর আগে অনুপম খেরও সেই একই বার্তা দেন। বলিউডের বর্ষীয়ান অভিনেতা জানান, করোনার সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে বর্তমানে হাতে হাত মেলানো নয়, নমস্কার জানিয়ে একে অন্যকে অভিবাদন জানান।