সমালোচনার মুখে পড়ে তৈমুরের নাম বদলে ফেলতে চেয়েছিল সইফ, মন্তব্য করিনার
ছেলের উপরে মিডিয়ার নজরদারিরও সমালোচনা করেন করিনা। বলেন, ‘গোটা বিষয়টা মোটেই ভালো লাগছে না। তৈমুরের প্রতিটি পদক্ষেপ নজরে রাখা হচ্ছে
![সমালোচনার মুখে পড়ে তৈমুরের নাম বদলে ফেলতে চেয়েছিল সইফ, মন্তব্য করিনার সমালোচনার মুখে পড়ে তৈমুরের নাম বদলে ফেলতে চেয়েছিল সইফ, মন্তব্য করিনার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/10/112427-67.jpg)
নিজস্ব প্রতিবেদন: ছেলের নামকরণ বিতর্ক নিয়ে নতুন তথ্য দিলেন করিনা কাপুর খান।
শনিবার করিনা কাপুর জানিয়েছেন, ছেলে তৈমুরের নামকরণ নিয়ে হওয়া বিতর্কে ভেঙে পড়েছিলেন সইফ আলি খান। কেন ছেলের নামকরণ একজন হামলাকারীর নামে করা হয়েছে, ক্রমাগত এই সমালোচনায় ভেঙে পড়েছিলেন সইফ। এমনকি ছেলের নাম তৈমুর থেকে বদল করে ফায়েজ রাখারও সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
আরও পড়ুন-মানিকের আবাসে মিলেছিল মহিলার কঙ্কাল, ট্যাঙ্ক সাফাইয়ের পরামর্শ দেওধরের
করিনা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘সইফ ছেলের নাম বদল করে ফায়েজ রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু আমি কোনও চাপের কাছে মাথা নোয়াতে রাজি ছিলাম না। ঠিক করি ছেলের নাম তৈমুরই থাকবে।’
ছেলের উপরে মিডিয়ার নজরদারিরও সমালোচনা করেন করিনা। বলেন, ‘গোটা বিষয়টা মোটেই ভালো লাগছে না। তৈমুরের প্রতিটি পদক্ষেপ নজরে রাখা হচ্ছে। ও কী করছে, কোথায় যাচ্ছে। কী পরে রয়েছে। এমনকি ওর হেয়ার স্টাইলও নজরে রাখা হচ্ছে। ওর বয়স মাত্র ১৪ মাস। এ জিনিস একদম ঠিক নয়।’