Soumitra Chatterjee: 'সৌমিত্র কাকু'র জন্মদিনে আবেগঘন বার্তা প্রসেনজিতের, কিংবদন্তির স্মরণে ঋতুপর্ণা সহ একাধিক তারকা
জন্মদিনে কিংবদন্তিকে প্রণাম
নিজস্ব প্রতিবেদন: তিনি অভিনেতা, নাট্যব্যক্তিত্ব, সম্পাদক, চিত্রশিল্পী, বাচিকশিল্পী, পরিচালক, কবি, এককথায় তিনি অভিজাত বাঙালির সংস্কৃতির ধারক, বাঙালির আন্তর্জাতিক অহংকার কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়(Soumitra Chatterjee)। আজ তাঁর ৮৭ তম জন্মদিন। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের পছন্দের অভিনেতাকে স্মরণ করছেন টলিউডের তারকারা।
বারবার নানা সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee) বলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় শুধুমাত্র তাঁর কাছে একজন অগ্রজ অভিনেতা নন, বা কিংবদন্তি নন, তিনি হলেন তাঁর পিতৃসুলভ, তাঁর 'সৌমিত্র কাকু'। বুধবার তাঁর জন্মতিথিতে সৌমিত্র কাকুর উদ্দেশ্যে তাঁর আদরের বুম্বা লেখেন, 'ভালো আছো তো সৌমিত্র কাকু? আমি নিশ্চিত ওখানেও সবাইকে তোমার ফাইটিং স্পিরিট শিখিয়ে দিয়েছ। প্রণাম নিও।'
ইন্ডাস্ট্রিতে তিনি ছিলেন কারোর কাকু, কারোর জেঠু, কারোর কাছে আবার তারকা। একদিকে তাঁর যেমন ছিল নক্ষত্রের দ্যুতি অন্যদিকে তিনি ছিলেন একেবারেই ঘরোয়া কাছের মানুষ। এমনই ছিল তাঁর ক্যারিশমা। এদিন তাঁর জন্মদিনে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) লেখেন,'শুভ জন্মদিন সৌমিত্র জেঠু,তুমি আজীবন আমাদের হৃদয়ে থাকবে।'
সোশ্যাল মিডিয়ায় কিংবদন্তির উদ্দেশ্যে পরমব্রত চট্টোপাধ্যায় লেখেন, 'তোমার তুলনা আমি খুঁজি না কখনো , বহু ব্যবহার করা কোনো উপমায় ... শুভ জন্মদিন মহীরুহ !'
সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে তাঁর ছবির মধ্যে দিয়েই শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁদের আগামী ছবি বেলাশুরু-তে ফের বড়পর্দায় দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। সেই ছবির একটি বিশেষ দৃশ্য শেয়ার করে তাঁদের 'স্যার'কে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। আগামী ২০ মে মুক্তি পেতে চলেছে এই ছবি।
এই ছবিতেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। তিনি তাঁর 'চ্যাটার্জী সাহেবের' উদ্দেশ্যে লিখেছেন,'বেলাশেষে থেকে বেলাশুরু । আপনার সান্নিধ্য কোনোদিন ভুলবো না । যেখানেই থাকুন ভালো থাকুন চ্যাটার্জী সাহেব।'
মৃত্যুর এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু আজও তাঁর জন্মদিন ঘিরে তাঁর অনুরাগীদের উন্মাদনায় কোনও ঘাটতি নেই, আর ঘাটতি হবেই বা কেন তিনি তো শুধু অভিনেতা বা কবি বা নাট্যকার ছিলেন না, তিনি শিক্ষিত বাঙালির চেতনা যা আজীবন বহন করবে বাঙালি। জন্মদিনে জি ২৪ ঘণ্টার পক্ষ থেকে কিংবদন্তিকে প্রণাম।