Bangladesh: দিনের পর দিন হাতে কাজ নেই, সিনেমা ছেড়ে সবজি বিক্রি করছেন রিপন...

Cinema: বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা এলাকায় ভ্যানে সবজি বিক্রি করছেন রিপন। এই দৃশ্যই সম্প্রতি প্রকাশ্যে আসে। সংবাদমাধ্যমে রিপন বলেন, ‘২৫ বছর ধরে সিনেমায় কাজ করছি। কোনো দিনও ভাবিনি, জীবনে এই দুঃসময় আসবে, বেকার হয়ে যাব!' 

Updated By: Nov 8, 2024, 06:19 PM IST
Bangladesh: দিনের পর দিন হাতে কাজ নেই, সিনেমা ছেড়ে সবজি বিক্রি করছেন রিপন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জুলাই অগাস্ট মাসে কোটা সংস্কার বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশের মসনদে আসে বড় রদবদল। যার জেরে তৈরি হয় রাজনৈতিক অশান্তি। তার বড় প্রভাব পড়েছে সিনেমা শিল্পে। সম্প্রতি নায়ক জিয়াউল রোশানও জানিয়েছিলেন, চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ব্যবসায় নামবেন তিনি। এবার শুটিং না থাকায় জীবিকা নির্বাহের জন্য এখন সবজি বিক্রি করতে বাধ্য হয়েছেন রিপন । চলচ্চিত্রের শুটিংয়ের প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করতেন রিপন হওলাদার। তবে সাম্প্রতিক সময়ে হাতে কাজ নেই তাঁর। 

আরও পড়ুন- Tv Actor Nitin Chauhan Mysterious Death: সুশান্তের ছায়া নীতীনে! 'অর্থকষ্ট ছিল না, ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল', দাবি বন্ধুর

বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা এলাকায় ভ্যানে সবজি বিক্রি করছেন রিপন। এই দৃশ্যই সম্প্রতি প্রকাশ্যে আসে। সংবাদমাধ্যমে রিপন বলেন, ‘২৫ বছর ধরে মিডিয়ায় কাজ করছি। কোনো দিনও ভাবিনি, জীবনে এই দুঃসময় আসবে, বেকার হয়ে যাব! পরিবার নিয়ে অভাব-অনটনে থাকতে হচ্ছে। প্রডাকশন ম্যানেজারদের কোনো স্বীকৃতি নেই। দেখার কেউ নেই।এখন হকারও বেড়েছে। এখানেও টিকে থাকা কঠিন।’ 

প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্য মতে, তাদের সদস্য ২৫০ জন। তবে ঘুরেফিরে ২০-৩০ জনের কাজ রয়েছে। বাকিদের বেশির ভাগই এখন বেকার। সংসার চালানোর জন্য তারা কেউ চা-পান, কেউ তরিতরকারি বিক্রি, কেউ ভাড়ায় মোটরসাইকেল চালানোসহ নানা পেশায় যুক্ত হয়েছেন। আরেক প্রডাকশন ম্যানেজার মো. কামরুল বলেন, ‘চার সন্তান নিয়ে এখনো আমাকে সংগ্রাম করতে হয়। কল্পনাও করিনি এমন জীবন যাপন করতে হবে। খুবই খারাপ অবস্থায় রয়েছি।’

আরও পড়ুন- Arjun Kapoor: কঠিন রোগে আক্রান্ত অর্জুন, মালাইকার সঙ্গে বিচ্ছেদের কারণেই অবসাদে ভুগছেন অভিনেতা!

প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. আবু জাফর সংবাদমাধ্যমকে জানান, ‘সংগঠনের ৮০ শতাংশের বেশি সদস্য বেকার। জুলাই থেকে একেবারেই কাজ নেই। সব সেক্টর ভালোভাবে চললেও প্রডাকশন টিম এখনো পুরোপুরি শুটিংয়ে ফেরার অপেক্ষায় রয়েছে।’ রাজনৈতিক অস্থিরতার কারণে প্রায় বন্ধ ছিল সব ধরনের শুটিং। ফলে অনেকেই হয়েছেন বেকার। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.