রবিনা ট্যান্ডনের সঙ্গে নাচলেন প্রভাস, ভাইরাল ভিডিয়ো
রবিনা নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভিডিয়ো শেয়ার করেন
Updated By: Aug 23, 2019, 03:41 PM IST
নিজস্ব প্রতিবেদন: রবিনা ট্যান্ডনের সঙ্গে এবার নাচলেন প্রভাস। বলিউড অভিনেত্রীর হাজ ধরে নাচতে দেখা যায় এই দক্ষিণী অভিনেতাকে। প্রভাস এবং রবিনা ট্যান্ডনের সেই নাচের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই, তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
দেখুন সেই ভিডিয়ো...
চলতি বছরের ৩০ অগাস্ট মুক্তি পাচ্ছে প্রভাস এবং শ্রদ্ধা কাপুর অভিনীত 'সাহো'। ছবির প্রমোশনে এই মুহূর্তে ব্যস্ত দক্ষিণী অভিনেতা এবং বলিউড সুন্দরি। সাহোর প্রমোশনে তাই এবার নাচ বলিয়ে ৯-এর সেটে হাজির হন প্রভাস। সেখানেই রবিনা ট্যান্ডনের সঙ্গে টিপ টিপ বরষা পানি-তে কোমর দোলাতে দেখা যায় প্রভাসকে।
সম্প্রতি মুক্তি পেয়েছে 'সাহো'-র ট্রেলারে। এই প্রথম বলিউডের প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে দেখা যাবে দক্ষিমী সুপারস্টারকে।