'করোনার জেরে কেউ এবার আর নিজস্বী তুলতে চাইবেন না', ট্যুইট করে বিপাকে পরেশ রাওয়াল
পালটা কোনও মন্তব্য করেননি অভিনেতা
নিজস্ব প্রতিবেদন: এবার থেকে চিকিতসক, নার্সদের সঙ্গে নিজস্বী তোলা হবে। মানুষ বুঝতে পেরেছে, আপনারা সবাই 'ফেক হিরো'। তাই কেউ আপনাদের সঙ্গে আর নিজস্বী তুলতে চাইবেন না। এবার এভাবেই কটাক্ষের মুখে পড়তে হল বলিউড অভিনেতা পরেশ রাওয়ালকে।
Atleast for some time people will not dare ask or bother for Selfie !
— Paresh Rawal (@SirPareshRawal) May 15, 2020
লকডাউনের মাঝে সম্প্রতি ট্যুইট করেন পরেশ রাওয়াল। সেখানে তিনি বলেন, এবার থেকে কিছুদিনের জন্য মানুষ আর নিজস্বী তুলতে চাইবে না। পরেশ রাওয়ালের ওই মন্তব্যের পরই শুরু হয়ে যায় জোর শোরগোল। পরেশ রাওয়ালের মতো এক বর্ষীয়ান অভিনেতা কীভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন বলে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।
Sir, sayad app glatfhami mai hai apko star hmne bnaya ab log apke sath selfi nhi lenge
Ab Desh badal gaya unhe pata chal gaya kee aplog fake hero hai
Ab selfi lenge Doctors,Nurse,Police ,Safaekarmi
— Raj Pathak (@RajPath57559938) May 15, 2020
This is ur concern in the current #Pandemic situation !!! Really u people r!!!!!
— PRAVEER (@praveerr) May 15, 2020
কেউ কেউ আবার বলতে শুরু করেন, মহামারী চলছে যেখানে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পরেশ রাওয়াল কীভাবে এই ধরনের কথা বলেন! যদিও সমালোচনা, পালটা কটাক্ষের মুখে পড়ে আর কোনও মন্তব্য করেননি পরেশ রাওয়াল।