Atif Aslam Viral Pic: রাস্তায় বসে নামাজ পড়ছেন আতিফ আসলাম! ব্যাপার কী?
Atif Aslam: ঢাকায় কনসার্ট করতে গিয়ে রাস্তায় বসে নামাজ পড়ছেন আতিফ আসলাম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি নিয়ে বেশ কয়েকদিন ধরে সরগরম নেটপাড়া। কেন হঠাত্ রাস্তায় বসে নামাজ পড়ছিলেন সঙ্গীতশিল্পী?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি ঢাকায় কনসার্ট করতে যান আতিফ আসলাম। সেখান থেকেই ভাইরাল হয় সঙ্গীতশিল্পীর একটি ছবি। যেখানে দেখা যায় ঢাকার রাস্তায় নামাজ পড়ছেন জনপ্রিয় এই শিল্পী। তাঁর এই ছবি ও ভিডিয়ো দেখে শিল্পীকে প্রশংসায় ভরিয়ে দেন তাঁর গুণমুগ্ধরা। হোটেলে বা মসজিদে না গিয়ে হঠাত্ সেদিন কেন ঢাকার রাস্তায় নামাজ পড়েছিলেন আতিফ আসলাম?
জানা যায়, শুক্রবার (২৮ নভেম্বর) কনসার্টের আগেই আতিফ আসলাম ঢাকায় পা রাখেন। তিনি ঢাকার খিলক্ষেতের একটি পাঁচ তারকা হোটেলে চেক ইন করেন। শুক্রবার নামাজ পড়তে মসজিদে যাওয়ার জন্য বের হন। কাছেই খিলক্ষেত মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখেন মসজিদ কানায় কানায় পরিপূর্ণ। পরে তিনি রাস্তায় জায়নামাজ বিছিয়ে জুম্মার নামাজ পড়েন। নেটপাড়ায় ভাইরাল হয়ে যায় আতিফ আসলামের সেই ছবি। অনেকেই পাকিস্তানি এই গায়কের এমন সাদামাটা আচরণের কারণে প্রশংসায় ভরিয়ে দেন তাঁকে।
প্রসঙ্গত, কেরিয়ারের শুরুতে বিভিন্ন ক্যাফেতে গান গাইতেন আতিফ আসলাম। সেখান থেকে যা আয় হতো তাই দিয়ে চলত আতিফের সংসার। তারপর শুরু হয় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠা। আতিফ ডাক পেতে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন কনসার্ট থেকে। ডাক আসে পাকিস্তানি ধারাবাহিক থেকেও। সিরিয়ালে গান গেয়ে ভাগ্য ফেরে তাঁর।
আরও পড়ুন- Dooars: পর্যটকদের জন্য স্বস্তির খবর, ডুয়ার্স ঘুরতে আর গুণতে হবে না বাড়তি গাড়ি ভাড়া...
এক একটি গানের জন্য নিতে শুরু করেন ৮ থেকে ৯ লক্ষ টাকা। ধারাবাহিকের পাশাপাশি সিনেমাতেও বাড়তে থাকে তাঁর চাহিদা। একটা সময় আসে যখন আতিফ জনপ্রিয় হয়ে যান ভক্তদের মাঝে। তখন বাড়তে থাকে দর। আতিফের স্ট্রাগেলের দিন খুব বেশি স্থায়ী হয়নি। কিছু বছরের মধ্যে পাকিস্তানের সব থেকে ধনী গায়ক হয়ে ওঠেন তিনি। শুধু পাকিস্তানেই নয়, ভারতেও বেশ জনপ্রিয় আতিফ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)