পাকিস্তানে বিমান দুর্ঘটনা, মৃত্যু জনপ্রিয় মডেলের
ট্যুইটারে সমবেদনা জানান
নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানে বিমান দুর্ঘটনার পর একের পর এক ভয়াবহ ছবি উঠে আসতে শুরু করেছে। শুক্রবার করাচি বিমানবন্দরে অবতরণের সময় পাকিস্তান এয়ারলাইন্সের যে বিমানটি ভেঙে পড়ে, সেখান ছিলেন সে দেশের জনপ্রিয় মডেল জারা আবিদ।
পিআইএ-র বিমান ভেঙে পড়ার পর থেকেই শুরু হয় গুঞ্জন। বিমান দুর্ঘটনায় যে ৯৯ জনের মৃত্যু হয়, তার মধ্যে কি ছলেন জারা আবিদ! এমন প্রশ্নই উঠে আসতে শুরু করে বিভিন্ন মহলে। ট্যুইটার জুড়ে শুরু হয় জোর শোরগোল। এরপর পাক সাংবাদিক জেইন খান ওই খবরে সিলমোহর বসান।
আরও পড়ুন : পাকিস্তানের বিমান দুর্ঘটনায় সমবেদনা বলিউড সেলেবদের, শোক প্রকাশ অনিল, অনুপমদের
তিনি ট্যুইট করে জানান, পাক এয়ারলাইন্সের যে বিমানটি করাচি বিমানবন্দরে অবতরণের আগে ভেঙে পড়ে, সেখানে ছিলেন জারা আবিদ। জারার মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই কঠিন সময়ে জারার পরিবারকে সমবেদনাও জানান পাকিস্তানের ওই সাংবাদিক।
It has been confirmed that the Model & Actress Zara Abid hasn't survived the #PK8303 #PIA Plane Crash. Such tragic news! Heartfelt Condolences to her family and friends.#PIACrash #ZaraAbid #planecrash pic.twitter.com/cj2In4gccq
— Zain Khan (@ZKhanOfficial) May 22, 2020
এদিকে পাকিস্তানে বিমান ভেঙে পড়ার ঘটনায় শোকস্তব্ধ বলিউড। অনিল কাপুর থেকে অনুপম খের, নেহা ধুপিয়া, আরমান মালিক প্রত্যেকে সমবেদনা জানাতে শুরু করেন মৃতদের পরিবারের প্রতি। করাচি বিমানবন্দরে অবতরণের আগে ৯৯ জন যাত্রী নিয়ে যেভাবে বিমানটি ভেঙে পড়ে, তা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন বি টাউনের একাধিক সেলেব।