RD Burman-র সুরে বৃষ্টি ভেজা শহরের প্রেমে পড়লেন Abir

ব্যাকগ্রাউন্ডে ভেসে উঠল পঞ্চমের সুরে কিশোর কুমারের গাওয়া 'রিমঝিম গিরে শাওন'।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 27, 2021, 08:59 PM IST
RD Burman-র সুরে বৃষ্টি ভেজা শহরের প্রেমে পড়লেন Abir

নিজস্ব প্রতিবেদন : বৃষ্টি ভেজা শহর, গাড়িতে যেতে যেতে নস্টালজিক হয়ে পড়লেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। বৃষ্টির সুরে সুর মিলিয়ে ব্যাকগ্রাউন্ডে ভেসে উঠল পঞ্চমের সুরে কিশোর কুমারের গাওয়া 'রিমঝিম গিরে শাওন'। জন্মদিনে প্রিয় সঙ্গীত রাহুল দেব বর্মনকে স্মরণ করলেন অভিনেতা।

২৭ জুন, রবিবার অভিনেতা আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) 'রিমঝিম গিরে শাওন' গানের সঙ্গে বৃষ্টিস্নাত শহরের একটি সুন্দর মুহূর্ত ইনস্টাগ্রাম রিল ভিডিয়ো হিসাবে শেয়ার করেছেন। ক্যাপশানে লিখেছেন, ''আমি কোনওভাবেই বর্ষার অনুরাগী নই, তবে তার সঙ্গে যদি আর ডি বর্মনের (R D Burman) কম্পোজিশনে কিশোর কুমারের (Kishore Kumar) গাওয়া এই গান থাকে, তাহলে আপনাকে এর প্রেমে পড়তেই হয়।''

আরও পড়ুন-রাহুলের 'কাতরা কাতরা' জীবন, গুলজার, আশা, কিশোর, লতা, রফিময় সঙ্গী

প্রসঙ্গত  'রিমঝিম গিরে শাওন' গানটি ১৯৭৯ সালে অমিতাভ বচ্চন অভিনীত 'মঞ্জিল' ছবির গান। গানটি লিখেছিলেন যোগেশ গৌর, আর তাঁর লেখায় সুর দিয়ে গানটি যেন আরও জীবন্ত করে তুলেছিলেন আর ডি বর্মন, গেয়েছিলেন কিশোর কুমার (Kishore Kumar)। বহু বছর ধরে সঙ্গীত প্রেমীদের মন ছুঁয়ে রয়েছে সেই গান। আজ আবারও এই গানের ম্যাজিকেই বৃষ্টির প্রেমে পড়লেন আবীর (Abir Chatterjee)। 

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.