Youtuber Ranveer Alhabadia: 'মা-বাবার যৌনমিলন দেখতে চাও?' অশ্লীলতার দায়ে রণবীরকে ব্যান ফিল্ম বডির, বাড়িতে পুলিস...

India's Got Latent Controversy: জাভেদ আখতার থেকে শুরু করে মনোজ বাজপেয়ী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ থেকে শুরু করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, রণবীর আল্লাহবাদিয়ার মন্তব্য নিয়ে চর্চা গড়িয়েছে অনেক দূর। সোমবার একাধিক জায়গায় দায়ের হয় অভিযোগ। মঙ্গলবার রণবীরের ভারসোভার বাড়িতে পৌঁছল মুম্বই পুলিস। পাশাপাশি সমর রায়নার শো ব্যান করার দাবি জানান অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার অ্যাসোসিয়েশন। 

Updated By: Feb 11, 2025, 03:33 PM IST
Youtuber Ranveer Alhabadia: 'মা-বাবার যৌনমিলন দেখতে চাও?' অশ্লীলতার দায়ে রণবীরকে ব্যান ফিল্ম বডির, বাড়িতে পুলিস...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউটিউবার  রণবীর আল্লাহবাদিয়াকে (Ranveer Alhabadia) চর্চা তুঙ্গে। জাভেদ আখতার থেকে শুরু করে মনোজ বাজপেয়ী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ থেকে শুরু করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই বিষয়ে মন্তব্য করেছেন অনেকেই। সকলের মন্তব্যেই একথা স্পষ্ট যে ডার্ক কমেডির নামে অশ্লীলতাকে প্রোমোট করা যায় না। সোমবারই চাপে পড়ে ক্ষমা চেয়েছিলেন রণবীর। তবে ইতোমধ্যেই তাঁর নামে পুলিসের কাছে জমা পড়েছে একাধিক অভিযোগ, হয়েছে এফআইআরও। মঙ্গলবার রণবীরের ভারসোভার বাড়িতে পৌঁছল মুম্বই পুলিস। 

আরও পড়ুন- Sanjay Dutt: চেনেন না অথচ সঞ্জয় দত্তের নামে ৭২ কোটির সম্পত্তি রেখে গেলেন নিশা, কে এই নারী?

কী মন্তব্য করেছেন রণবীর?

সম্প্রতি রণবীর গিয়েছিলেন বহু বিতর্কিত শো সময় রায়নার ইন্ডিয়াস গট ল্যাটেন্টে। সেখানে জনপ্রিয় সব ইউটিউবারদের প্যানেলে দেখা যায় নানা রকম মশকরা করতে। কেউ কেউ তো সীমা ছাড়িয়ে যান। এবারও রণবীর ঠিক তাই করলেন। তাঁকে দেখা গেল একজন প্রতিযোগীর সঙ্গে এমন বিষয় নিয়ে কথা বলতে, যা ছাড়াল শালীনতার মাত্রা। 

এক প্রতিযোগীকে তিনি উত্তেজনার মাথায় বলে বসলেন, "তুমি কি তোমার বাবা মায়ের যৌন মিলন চোখের সামনে দেখতে চাও সারাজীবন, নাকি প্রথম দিনই সেই মিলনে অংশ নিয়ে বাকি সবটা শেষ করে দিতে চাও একদিনেই?"পরবর্তীতে ওই প্রতিযোগীকে ফের রণবীর জিজ্ঞেস করেন তাঁর যৌনাঙ্গের আয়তন (সাইজ) কত? রণবীরের এমন প্রশ্ন শুনে খানিক চমকে গিয়েছেন কমেডিয়ান সময় রায়নাও। মা বাবা ব্যক্তিগত জীবন নিয়ে এহেন মশকরা মেনে নিতে পারেনি কেউই। ডার্ক জোকসের নামে অশ্লীলতাকে প্রচার করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যা সমাজের পক্ষে ক্ষতিকারক।  

রণবীরের বাড়িতে পুলিস

সমর রায়নার শোয়ে রণবীরের এই কমেন্ট নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। মঙ্গলবার রণবীরের মুম্বইয়ের বাড়িতে হাজির হয় পুলিস। দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকালই এই বিষয়ে মন্তব্য করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি বলেন, 'আমি ভিডিওটি দেখিনি, তবে আমাকে জানানো হয়েছে এটি অত্যন্ত অশ্লীল। বাক স্বাধীনতা সকলের রয়েছে, তবে তারও সীমা থাকা উচিত। যদি কেউ এই সীমা লঙ্ঘন করে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।' অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় সমর রায়না ও রণবীর আল্লাহবাদিয়া সহ একাধিক ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর করার কথা জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

আরও পড়ুন- Youtuber Ranveer Alhabadia: মা-বাবার যৌন জীবন নিয়ে অশ্লীল মন্তব্য, চাপে পড়ে ক্ষমা চাইলেন রণবীর...

মঙ্গলবার সমর রায়নার শো ব্যান করার দাবি জানান অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার অ্যাসোসিয়েশন। 

ক্ষমাপ্রার্থী রণবীর

এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডেলে সোমবার ক্ষমা চাইলেন ইউটিউবার।  একটি ভিডিও পোস্ট করেন তিনি। যার ক্যাপশনে লেখেন, 'কমেডি আমার ধাতের বিষয় নয়। যা বলেছি তা অত্যন্ত ভুল।' ভিডিওতে ৩১ বছর বয়সী রণবীর বলেন, 'আমার মন্তব্য শুধু অনুপযুক্ত নয়, হাস্যকরও ছিল না। আমি কাউকে কষ্ট দিতে চাই না। ক্ষমা চাইছি। যা বলেছি, তা অত্যন্ত ভুল ছিল। কোনওভাবেই ওই কথাটা বলা আমার ঠিক হয়নি। আমার পডকাস্ট সবরকম বয়সের মানুষজন দেখেন। আমি চাই না, সেখানকার কোনও কথা কাউকে অসম্মান করুক। পরিবারকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না।'

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.