মৃণাল সেনের ৯৭তম জন্মবার্ষিকী: কিংবদন্তি পরিচালককে স্মরণ করলেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা

 ১৪ মে কিংবদন্তি সেই পরিচালকের ৯৭তম জন্মবার্ষিকী।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: May 14, 2020, 05:52 PM IST
মৃণাল সেনের ৯৭তম জন্মবার্ষিকী: কিংবদন্তি পরিচালককে স্মরণ করলেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা

নিজস্ব প্রতিবেদন: ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের সঙ্গে যদি কোনও পরিচালকের নাম উচ্চারিত হয়ে থাকে, সেটা হলেন মৃণাল সেন। ১৪ মে কিংবদন্তি সেই পরিচালকের ৯৭তম জন্মবার্ষিকী।

করোনা আবহের কারণেই এবছর প্রবাদপ্রতিম পরিচালকের জন্মদিন হয়ত কোথাও সাড়ম্বরে পালিত হচ্ছে না। তবে সোশ্যাল মিডিয়ায় প্রিয় পরিচালককে স্মরণ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে আরও অনেকেই। পরিচালক মৃণাল সেনকে স্মরণ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, ''প্রচলিত ধারার বাইরে বেরিয়ে এসে,নিয়ম ভেঙে ছবি বানানোয় বিশ্বাস করতেন।কখনো রূঢ় বাস্তব বা কখনো জীবন যুদ্ধের কঠোর কাহিনী, তাঁর চলচ্চিত্রে বার বার ফুটে উঠেছে প্রতিবাদের বার্তা...তাই মৃণাল সেন আজও পদাতিক। তাঁকে স্মরণ করে আমার সশ্রদ্ধ প্রণাম। ''

আরও পড়ুন-পরিযায়ী শ্রমিকদের জন্য সিঙ্গাপুর সরকারের বিশেষ উদ্যোগে সামিল ঋতুপর্ণা

ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, ''কিংবদন্তি পরিচালকের জন্মদিনে তাঁর কথা মনে পড়ছে। ওনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ, উনি আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।''

অর্পিতা চট্টোপাধ্যায় লিখেছেন, 'বাংলা সিনেমার অনন্য প্রাণ পুরুষ শ্রী মৃনাল সেনকে তাঁর জন্মবার্ষিকীতে সশ্রদ্ধ প্রণাম।'

প্রসঙ্গত, শুধু বাংলা সিনেমাতেই নয়, হিন্দি ওড়িয়া ও তেলুগু ভাষাতেও ছবি বানিয়েছেন মৃণাল সেন। তাঁর পরিচালনায় 'ভুবন সোম', 'পদাতিক', '২২শে শ্রাবণ', 'ইন্টারভিউ', 'একদিন প্রতিদিন', 'কলকাতা ৭১' ভারতীয় চলচ্চিত্রকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল।

আরও পড়ুন-বলিউডে ফের করোনার থাবা, মডেল, অভিনেতা ফ্রেডি দারুওয়ালার বাবা করোনা আক্রান্ত

.