মনামীর বিয়ে? বিশ্বাস না হলে দেখুন

নতুন কনে সেজে যখন পোজ দিলেন, তখন হু হু করে ভাইরাল হয়ে যায় বাংলার অন্যম অভিনেত্রী মনামী ঘোষের ছবি। অবাক লাগছে শুনতে?

Updated By: May 21, 2018, 05:14 PM IST
মনামীর বিয়ে? বিশ্বাস না হলে দেখুন

নিজস্ব প্রতিবেদন : পরনে লাল বেনারসী, গলায় নেকলেস এবং লম্বা সোনার হার। সেই সঙ্গে মাথায় বিয়ের মুকুট, হাতে শাখা-পলা। যেন নতুন কনে। নতুন কনে সেজে যখন পোজ দিলেন, তখন হু হু করে ভাইরাল হয়ে যায় বাংলার অন্যম অভিনেত্রী মনামী ঘোষের ছবি। অবাক লাগছে শুনতে? তাহলে দেখুন সেই ছবি..

 

ঘটনাটা খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি একটি শুটিং শুরু করেছেন বাংলা টেলিভিশনের অন্যতম অভিনেত্রী মনামী ঘোষ। চরিত্রের প্রয়োজনেই নতুন কনে সেজে ছবি তুলেছেন তিনি। রিয়েল নয়, রিল লাইফের জন্যই নতুন কনে সেজে মনামী ওই ছবি তুলেছেন বলে জানা যায়। আর ওই ছবি প্রকাশ্যে আসতেই ফের গুঞ্জন শুরু হয় ভক্তদের মধ্যে।

আরও পড়ুন : মেয়ে সারাকে নিয়ে এ কী বললেন সইফ...

এদিকে গত ১০ মে রাজ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ-শুভশ্রীর বিয়ে নিয়ে সরগরম হয়ে ওঠে পেজ থ্রি-র পাতা। বিয়ে থেকে রিসেপশনে বং পরে অষ্টমঙ্গলা,রাজ-শুভশ্রীর বিয়ের অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তের ছবি উঠে আসে সংবাদমাধ্যমের পাতায়।

.