নিজেদের নাম পালটে ফেললেন মিমি, প্রিয়াঙ্কা, নুসরত!
নায়িকাদের সোশ্যাল হ্যান্ডেলে চোখ বুলিয়ে নিন
নিজস্ব প্রতিবেদন : আর কয়েকদিনের মধ্যেই মুক্তি পাবে বিরসা দাশগুপ্তের সিনেমা ‘ক্রিসক্রস’। যেখানে টলিউডের ৪ নায়িকাকে একসঙ্গে হাজির করেছেন পরিচালক। সেই সঙ্গে রয়েছেন বাংলাদেশের সুন্দরী অভিনেত্রী জয়া এহসানও। কিন্তু, সিনেমা মুক্তির আগে এবার সিনেমার তিন নায়িকা অর্থাত মিমি, নুসরত এবং প্রিয়াঙ্কা কি করলেন জানেন?
আরও পড়ুন : কেন বিচ্ছেদ সচিনের সঙ্গে, মুখ খুললেন জুহি
টলিউডের এই ৩ নায়িকার টুইটার হ্যান্ডেলে লক্ষ্য করলে বুঝতে পারবেন, সিনেমার আগেই তাঁরা নিজেদের প্রোফাইলের নাম বদলে দিয়েছেন। অর্থাত, নুসরত হয়েছেন ‘মেহর’, প্রিয়াঙ্কা হয়েছেন ‘সুজি’ এবং মিমি হয়েছেন ‘ইরা’।
আরও পড়ুন : আলিয়া-রণবীরের সম্পর্ক নিয়ে কী বললেন ঋষি কাপুর!
চরিত্রের সঙ্গে মানানসই করে সিনেমায় যেভাবে নুসরত, মিমিদের নাম বদলে দিয়েছেন পরিচালক, সেইভাবেই এবার নিজেদের টুইটার হ্যান্ডেলের প্রোফাইলের নাম বদলে দিয়েছেন নায়িকারা।
এদিকে সম্প্রতি বাঘাযতীন তরুণ সঙ্ঘের খুঁটি পুজোয় হাজির হয় ‘ক্রিসক্রস’ টিম। যেখানে পরিচালক বিরসা দাশগুপ্তের সঙ্গে হাজির হন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এবং নুসরত জাঁহা। প্রসঙ্গত, বাঘাযতীন তরুণ সঙ্ঘের পুজোর মুখ এবার প্রিয়াঙ্কা সরকার।
Here goes a brand new poster of #Crisscross . In Cinemas 10th August.#MomerShohor , a new song from the film is coming up at 6 PM, today.@SVFsocial @BirsaDasgupta @mimichakraborty @PriyankaSarkarB @sohinisarkar01 @JayaAhsan2 @SVFMusic pic.twitter.com/8KsIF4I9jG
— MEHER (@nusratchirps) July 20, 2018