করোনা মোকাবিলায় ব্যক্তিগত ভাবে ১ লক্ষ টাকা অনুদান মিমি চক্রবর্তীর

যার মধ্যে ৫০ হাজার টাকা সাংসদ তহবিল থেকে এবং ১ লক্ষ টাকা ব্যক্তিগতভাবে দিয়েছেন মিমি।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Mar 28, 2020, 07:36 PM IST
করোনা মোকাবিলায় ব্যক্তিগত ভাবে ১ লক্ষ টাকা অনুদান মিমি চক্রবর্তীর

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে করোনা মোকাবিলায় এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী।  করোনা মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেড় লক্ষ টাকা দান করেছেন মিমি চক্রবর্তী। যার মধ্যে ৫০ হাজার টাকা সাংসদ তহবিল থেকে এবং ১ লক্ষ টাকা ব্যক্তিগতভাবে দিয়েছেন মিমি।

মিমি চক্রবর্তীর লোকসভা কেন্দ্র যাদপুরের হাসপাতালগুলোতে কোয়ারেন্টাইন সেন্টার ও আইসোলেশন ওয়ার্ড নির্মাণের জন্য, পর্যান্ত চিকিৎসার জন্য এবং করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য সাংসদ অভিনেত্রী এই টাকা দিয়েছেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-রাময়ণ ছাড়াও TV-তে ফিরছে মহাভারত, সার্কাস সহ বেশকিছু জনপ্রিয় ধারাবাহিক

প্রসঙ্গত, মিমির পাশাপাশি করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেব। শুক্রবারই জানা যায় দেব করোনা মোকাবিলায় ঘাটালবাসীর ১ কোটি টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তুলে দিয়েছেন।

আরও পড়ুন-করোনা মোকাবিলায় ঘাটালের জন্য ১ কোটি টাকা দিলেন দেব

তবে অবশ্য শুধু মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা তুলে দেওয়াই নয়, করোনা ঠেকাতে সাংসদ অভিনেতা দেব, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, সকলেই বিভিন্ন ভাবে সচেতনতা প্রচারও করছেন। তাঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বারবার মানুষকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন। 

.