Mehazabien Chowdhury Wedding: দীর্ঘ অপেক্ষার অবসান! বিয়ের আসরে আদনানকে জড়িয়ে কেঁদেই ফেললেন মেহজাবীন...

Mehazabien Chowdhury Marriage: নানা জল্পনা-কল্পনার পর অবশেষে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পাত্র দীর্ঘদিনের প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আয়োজন সম্পন্ন হয় তাদের। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন নায়িকা। বিয়ের মঞ্চে আদনানকে জড়িয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী। 

Updated By: Feb 24, 2025, 09:23 PM IST
Mehazabien Chowdhury Wedding: দীর্ঘ অপেক্ষার অবসান! বিয়ের আসরে আদনানকে জড়িয়ে কেঁদেই ফেললেন মেহজাবীন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৩ বছরের প্রেম পেল পূর্ণতা, দীর্ঘদিনের প্রেমিক আদনান আল রাজীবকে বিয়ে করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী (Mehazabien Chowdhury)। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আংটি বদল করেন তাঁরা। আজ সোমবার ঢাকার অদূরে একটি রিসর্টে বিয়ের আসর বসেছিল। সেখান থেকে একটি ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। তাতে দেখা যায়, রাজীবকে জড়িয়ে ধরে চোখের জল আর ধরে রাখতে পারেননি মেহজাবীন।

আরও পড়ুন- Mamata Banerjee | Pratul Mukhopadhyay: '২ দিন কোনও সাড়া নেই! প্রতুলদা আমি মমতা, শুনেই চোখ খুললেন'...

বিয়ের দিন মেহজাবীন পরেছিলেন সাদা লেহেঙ্গা। সঙ্গে মানানসই মুক্তো ও সোনার গয়না। অন্যদিকে আদনান পরেছিলেন চকোলেট রঙের শেরওয়ানি। বিয়ের মঞ্চে তাঁদের দুজনের উজ্জ্বল উপস্থিতি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তখন মঞ্চে হেঁটে আসছেন মেহজাবীন। সেই সময় তাঁদের সামনে অতিথিরাও উপস্থিত। সাদা ও গোলাপি ফুলে সাজানো হয়েছে। হেঁটে এসে তখন মঞ্চে দাঁড়িয়ে মেহজাবীন ও রাজীব। দুজনে একে অপরের হাত ধরে অতিথিদের সঙ্গে হাসি বিনিময় করলেন এই তারকা যুগল। সকলেই খুব উচ্ছ্বসিত! 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

তাদের বিশেষ এই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে সকলের হাতে হাতে ফোন। এমন সময় রাজীবকে কাছে টেনে গাল ছুঁয়ে দেন মেহজাবীন। একে অপরকে জড়িয়ে ধরেন তারা। রাজীবকে জড়িয়ে ধরার সঙ্গে আবেগান্বিত হয়ে পড়েন মেহজাবীন। এক পর্যায়ে মুখ চেপে কেঁদে ফেলেন মেহজাবীন। আবেগ ধরে রাখতে পারছিলেন না অভিনেত্রী। এ সময়ই রাজীব হাসি দিয়ে মেহজাবীনের গালে আদুরে স্পর্শ করলেন, মুছে দিলেন তাঁর অশ্রুসিক্ত চোখ, ঠোঁটে তখন আনন্দের হাসি মেহজাবীনেরও।

আরও পড়ুন- Mehazabien Chowdhury Wedding: প্রথম দেখাতেই প্রেম, ১৩ বছর পর অবশেষে বিয়ের পিঁড়িতে মেহজাবীন...

সামাজিক মাধ্যমে একাধিক বিয়ের ছবি পোস্ট করেন মেহজাবীন। অভিনেত্রী লিখেছেন, '৯ এপ্রিল ২০১২- সুন্দর হাসিওয়ালা একটি ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল। তখন আমি যখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়েছিলাম। তখন তিনি রাস্তা থেকে আমার দিকে হাত নেড়েছিলেন। আমরা মাত্র ১৫ মিনিটের জন্য কথা বলেছিলাম, হাত মিলিয়ে ছিলাম। সেদিন তিনি চলে যাওয়ার সাথে সাথে আমি অনুভব করেছি যে আমার হৃদয়ের একটি টুকরো তার সাথে চলে গেছে। ১৩ বছর পর, এখানে আমরা, একসঙ্গে বেড়ে উঠছি, প্রতিটি সাফল্য উদযাপন করছি এবং প্রতিটি বাধা অতিক্রম করছি। সবাই বলে, সাত বছরের বন্ধুত্ব জীবনভর থাকে—আমরা তা প্রায় দ্বিগুণ সময় কাটিয়ে ফেললাম। ১৪ ফেব্রুয়ারি, ২০২৫-এ, আমরা চিরকালের জন্য আমাদের সম্পর্ক বেঁধে ফেলেছি। একে অপরকে হাত ধরাধরি করে এই যাত্রা চলার প্রতিশ্রুতি দিয়ে। আদনান আল রাজীব, আমি তোমাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি। এই নতুন অধ্যায় শুরু করার সময়, আমরা আপনাদের ভালোবাসা এবং প্রার্থনা কামনা করছি, যাতে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত থাকে সুখী ও একসঙ্গে কাটানোর'।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.