লকডাউনে বাড়িতে বসেই নিতে পারেন অপরাজিতা-মানালির 'হিং' ফোড়নের স্বাদ

 এমনই একটি বিষয় নিয়েই তৈরি হয়েছে উইন্ডোজ প্রোডাকশনের শর্ট ফিল্ম 'হিং'।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 17, 2020, 01:17 PM IST
লকডাউনে বাড়িতে বসেই নিতে পারেন অপরাজিতা-মানালির 'হিং' ফোড়নের স্বাদ

নিজস্ব প্রতিবেদন : রান্নাটা এক্কেবারেই ঠিকঠাক জানা নেই মানালির। তবে লকডাউনে গৃহবন্দি অবস্থায় নিজের কাজটা নিজেকেই করতে হচ্ছে। গৃহবন্দি মানালি পড়েছে মহা ফাঁপরে। অগত্যা দিদি অপরাজিতাকে ফোন করেই রান্নাটা করছে সে। এমনই একটি বিষয় নিয়েই তৈরি হয়েছে উইন্ডোজ প্রোডাকশনের শর্ট ফিল্ম 'হিং'।

বিশেষ কোনও পরিকল্পনা ছাড়াই লকডাউনে বাড়িতে বসেই দিব্যি তৈরি হয়ে গিয়েছে সুন্দর এই শর্ট ফিল্মটি। লকডাউনে গৃহবন্দি একঘেয়ে জীবনে সিনেমপ্রেমীদের মুখ হাসি ফোটাতে কাজে দেবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের এই 'লকডাউন শর্টস'। এই সিরিজের প্রথম শর্ট ফিল্ম হিং। গল্পটি লেখা জিনিয়া সেনের। সঙ্গীত পরিচালকের ভূমিকায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-টলিউডের টেকনিশিয়ান-দের জন্য কতটা ফান্ডিং করা গেছে, জানালেন অরিন্দম শীল

তবে আরও বেশকিছু এমনই শর্ট ফিল্ম আনতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন। তবে বাইরে না বের হয়, সামাজিক দূরত্ব বজায় রেখেও কীভাবে একটি সুন্দর গল্প ফুটিয়ে তোলা যায় তা-এই 'হিং' দেখেই বেশ বোঝা যায়।

.