Lata Mangeshkar: 'মনের সুপ্ত বাসনা,যা কখনই বাস্তবায়িত হবে না',গুলজারের কাছে আক্ষেপ করেছিলেন লতা

গুলজারের অসংখ্য ছবিতে গান গেয়েছেন লতা মঙ্গেশকর

Updated By: Feb 7, 2022, 10:23 PM IST
Lata Mangeshkar: 'মনের সুপ্ত বাসনা,যা কখনই বাস্তবায়িত হবে না',গুলজারের কাছে আক্ষেপ করেছিলেন লতা

সৌমিতা মুখোপাধ্যায়: সবচেয়ে বেশি গান রেকর্ড করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। কয়েক দশক ধরে ভারতীয় সিনেমার জগতে রাজ করেছেন সুর সম্রাজ্ঞী। ভারতীয় সিনেমার প্রায় সব পরিচালক-সংগীত পরিচালকের সঙ্গেই কাজ করেছেন লতা মঙ্গেশকর। তারই মধ্যে অন্যতম গুলজার(Gulzar)। রবিবার লতার প্রয়াণে শোকাহত গুলজার। এদিন তিনি বলেন, লতা মঙ্গেশকর হলে শব্দাতীত এক মিরাকেল। 

১৯৬৩ সালে মুক্তিপ্রাপ্ত বন্দিনী ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন গুলজার ও লতা। সেই ছবিতেই প্রথমবার গীতিকার হিসাবে কেরিয়ার শুরু করেন গুলজার। এমনকী ২০২১ সালে লতা মঙ্গেশকরের জন্মদিনে মুক্তি পায় গুলজারের লেখা লতা মঙ্গেশকরের গান 'ঠিক নেহি লগতা'। তবে গানটি রেকর্ড কার হয়েছিল ২৬ বছর আগে। গুলজার পরিচালিত কিনারা ছবির গান 'নাম গুম জায়েগা', লতা মঙ্গেশকরের গাওয়া অন্যতম জনপ্রিয় গান। 

আরও পড়ুন: Lata Mangeshkar-Sandhya Mukhopadhyay: লতা মঙ্গেশকরের মৃত্যু সংবাদ জানানো হল না সন্ধ্যা মুখোপাধ্যায়কে

প্রায় সব নায়িকার লিপেই গান গেয়েছেন লতা মঙ্গেশকর। একের পর এক হিট গানের জন্ম দিয়েছে গুলজার ও লতা জুটি। 'খামোশি', 'কিনারা', 'লেকিন', 'রুদালী', 'মাসুম', 'লিবাস', 'দিল সে', 'সত্যা', 'হু তু তু', 'মাচিস', তালিকা বেশ দীর্ঘ। তবে গুলজারের কাছে নিজের মনের এক সুপ্ত বাসনা ব্যক্ত করেছিলেন লতা। তিনি বলেছিলেন, জীবনে তিনি একবারও দিলীপ কুমারের জন্য প্লেব্যাক করতে পারবেন না। দিলীপ কুমার ছিলেন প্রিয় নায়ক। মহিলা হওয়ার কারণে তাঁর এই বাসনা কখনই পূর্ণ হবে না। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.