Kangana Ranaut's Emergency: ইন্দিরা গান্ধীর ভূমিকায় বিতর্ক! 'ইমার্জেন্সি' তে 'না' বাংলাদেশের...
Bangladesh: সেন্সর বোর্ডের কারণে ছবি মুক্তি পাচ্ছিল না। অনেক বাধা বিঘ্ন পেরিয়ে মুক্তির আলো দেখলেও বংলাদেশে নিষিদ্ধই থাকল দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনীনির্ভর ছবিটি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুক্তির আগেই বিপাকে কঙ্গনার ইমার্জেন্সি। বহু প্রতীক্ষিত রাজনৈতিক ছবি মুক্তি পাবে না বাংলাদেশে। ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঘোষিত জরুরি অবস্থার টালমাটাল সময়কে তুলে ধরা হয়েছে ভারতীয় এই ছবিতে। আর ইন্দিরার ভূমিকায় দেখা যাবে বিজেপির সাংসদ, তথা অভিনেত্রী কঙ্গনাকেই। কিন্তু বাংলাদেশে কেন নিষিদ্ধ হল এই ছবি?
আরও পড়ুন, Chandramouli Biswas: কাজের অভাব বা অর্থকষ্ট নয়! চন্দ্রমৌলির আত্মহত্যার আসল কারণ জানালেন আইনজীবী...
সূত্রের খবর, ইমার্জেন্সি সিনেমা নিষিদ্ধ করার সিদ্ধান্ত এর গল্পের জন্য নয়, বরং ভারত-বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সম্পর্কের কারণে নেওয়া হয়েছে। ইন্দিরা গান্ধীর সময় ভারতের ১৯৭৫ সালে জরুরি অবস্থা তৈরি হয়েছিল। যা রাজনৈতিকভাবে ডামাডোল করে তুলেছিল ভারতকে। এমনকী পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ওপার বাংলাকে ভারতের সাহায্যের বিষয়টিও তুলে ধরা হয়েছে ছবিতে।
আর এই মুহূর্তে মুহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের ভূমিকার কথা স্বীকার করতে চাইছে না বলেই অভিযোগ। মুক্তি যুদ্ধে সামরিক, অসামরিক সব রকমের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল ইন্দিরা গান্ধী সরকার। বাংলাদেশে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করার পর শেখ মুজিবুর রহমান এসেছিলেন কলকাতায়। সেই সময় পাকিস্তান-বাংলাদেশের যুদ্ধে যাতে ভারত না জড়িয়ে পড়ে, তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রমাগত চাপ আসছিল, কিন্তু ইন্দিরা গান্ধী তার সিদ্ধান্তে অনড় ছিলেন।
এমনকী বাংলাদেশি চরমপন্থীদের হাতে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের চিত্রও তুলে ধরা হয়েছে। এই ছবিতে চিত্রনাট্য লেখা, পরিচালনা থেকে অভিনয় সবই করেছেন কঙ্গনা। কঙ্গনা ছাড়াও এই ছবিতে আছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মিলিন্দ সোমান, বিশাক নায়ার, সতীশ কৌশিক-সহ আরও অনেকে। ১৭ জানুয়ারি ভারতে মুক্তি পেতে চলেছে ইমার্জেন্সি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)