''বেঁচে থাকা দুষ্কর করে দেব'', টুইটার অ্যাকাউন্টে লাগাম পরানোর পর হুমকি Kangana-র
টুইটারের CEO জ্যাক ডোরসে-কে পাল্টা হুমকি দিয়ে কঙ্গনা বলেন, 'তোমাদের বেঁচে থাকা দুষ্কর করে দেব।'
নিজস্ব প্রতিবেদন : 'তাণ্ডব' নিয়ে বিতর্ক চলছেই। আর সেই আগুনেই ঘি ঢেলেছিল কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) টুইট। এবার বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অভিনেত্রীর টুইটার হ্যান্ডেলে সাময়িকভাবে লাগাম পরাল টুইটার কর্তৃপক্ষ। তবে এতেও থেমে যাননি বলিউডের 'কুইন'। পাল্টা আক্রমণ শানিয়েছেন তিনি। টুইটারের CEO জ্যাক ডোরসে-কে পাল্টা হুমকি দিয়ে কঙ্গনা বলেন, 'তোমাদের বেঁচে থাকা দুষ্কর করে দেব।'
'তাণ্ডব' নিয়ে দেশজুড়ে চলা বিতর্কের মাঝে কঙ্গনা তাঁর টুইটে লিখেছিলেন, শুধু হিন্দু ভাবাবেগে নয়, দর্শকদের উপর অত্যাচার করা হচ্ছে। এমনকি 'তাণ্ডব'-এর নির্মাতাদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানিয়েছিলেন কঙ্গনা। এখানেই শেষ নয়, আরও একটি টুইটে কঙ্গনা লেখেন, ''ভগবান কৃষ্ণও শিশুপালের ৯৯টি ভুল ক্ষমা করে দিয়েছিলেন। প্রথমে শান্তি, তারপর ক্রান্তি। এবার ওদের মাথা কেটে নেওয়ার সময় এসেছে।...জয় শ্রী কৃষ্ণ।'' এখানেই শেষ নয়, আরও একটি টুইটে কঙ্গনা লেখেন, ''যে স্বাধীনচেতাগণ মায়ের কোলে ভয়ে লুকিয়ে কাঁদছেন, তাঁরা শুনুন। আমি তোমাদের মাথা কাটার কথা বলিনি। আমিও জানি পোকামাকড় মারার জন্য কীটনাশকের প্রয়োজন হয়।''
আরও পড়ুন-দর্জির দোকান খুলে বসলেন Sonu Sood, প্রশংসায় নেটিজেনরা
আরও পড়ুন-Indonesia-র নির্জন দ্বীপে তানিশা, নেটিজেনদের মন কাড়লেন Kajol-র বোন
যদিও পরে কঙ্গনা টুইটটি মুছে দেন। তবে কঙ্গনার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ করেন নেটিজেনদের একাংশ। একাধিক অভিযোগের পরই টুইটার কর্তৃপক্ষের তরফে অভিনেত্রীর টুইটার হ্যান্ডেলে সাময়িকভাবে লাগাম পরিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
তাঁর টুইটার অ্যাকাউন্টের উপর লাগাম পরানোর পর বেজায় চটে গিয়ে অভিযোগকারী ও টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষদাগার করেন কঙ্গনা। পাল্টা হুমকি দিয়ে লেখেন, তাঁকে ভার্চুয়াল জগতে থামানো হলেও বাস্তবে তিনি থামবেন না। সকলের বেঁচে থাকা দুষ্কর করে দেবেন।
Librus cried to their chacha @jack and got my account temporarily restricted, they are threatening me mera account/virtual identity kabhi bhi desh keliye shaheed ho sakti hai,magar my reloaded desh bhakt version will reappear through my movies.Tumhara jeena dushwar karke rahungi.
— Kangana Ranaut (@KanganaTeam) January 20, 2021
Anti nationals are trending #SuspendKanganaRanaut .... please do, when they suspended Rangs I came and made their lives even more miserable,now if they suspend me will exit virtual world and in real world will show you real Kangana Ranaut- the mother of all fathers #babbarsherni pic.twitter.com/Msl2PosqDK
— Kangana Ranaut (@KanganaTeam) January 20, 2021
প্রসঙ্গত, 'তাণ্ডব' ওয়েব সিরিজের বিরুদ্ধে হিন্দু ভাবাবেগে আঘাত আনার অভিযোগ উঠেছে। 'তাণ্ডব' নির্মাতাদের বিরুদ্ধে, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ একাধিক জায়গায় মামলা রুজু করা হয়েছে।