'মহিলাদের কাজ শুধু ঘর-সংসার সামলানো নয়', মুখ খুললেন কাজল
'Spotboy E'-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন বলিউড অভিনেত্রী কাজল।
নিজস্ব প্রতিবেদন: ''ঘর-সংসার সামলানো শুধু মহিলাদের দায়িত্ব নয়। আবার মহিলারাই শুধু বাড়িতে রোজগার করে আনবে তেমনটাও নয়।'' সম্প্রতি, 'Spotboy E'-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন বলিউড অভিনেত্রী কাজল।
শর্ট ফিল্ম 'দেবী' নিয়ে 'Spotboy E'-কে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন কাজল। মহিলাদের ক্ষমতায়ন প্রসঙ্গে মুখ খুলতে গিয়ে অভিনেত্রী বলেন, ''ক্ষমতায়ন বিষয়টা নিজের মধ্যে থেকেই আসে। আপনি কোনও পুরুষের কাছে নিজের ক্ষমতায়নের আর্জি করতে পারেন না। আপনাকে নিজেকেই এটা অর্জন করতে হবে। পরিবারে তাঁদের কোনও ভূমিকা নেই এই ভাবনাটা ভাবা মহিলেদেরই বন্ধ করতে হবে। আমরা এই সমাজে এক্কেবারেই পরজীবি সদস্য নই। মহিলাদের দায়িত্ব শুধু ঘর-সংসার সামলানো নয়। আবার মহিলারাই শুধু রোজগার করবেন, তেমনটাও নয়।''
আরও পড়ুন-করোনা আতঙ্ক উপেক্ষা করেই ছবির শ্যুটিং চালিয়ে যাচ্ছেন, বিদ্যা, জন ও ভূমি
আরও পড়ুন-করোনা আতঙ্কে 'জার্সি'র শ্যুটিং বাতিল করলেন শাহিদ কাপুর
কাজল আরোও বলেন ''এই নারী-পুরুষের পার্থক্য না করার শিক্ষাটা আমাদের সন্তানদের থেকেই শুরু করা উচিত। যেমন প্রথমে আমি আমার ছেলেকে শেখাবো যে তার মাকেও কাজের জন্য বাইরে যেতে হয়। যাতে পরবর্তীকালে ও যখন বড় হবে, তখন ওর স্ত্রীকেও ওই একইভাবে দেখতে ওর কোনও সমস্যা হবে না। ও যেন ছোট থেকেই বুঝতে শেখে যে এটাই স্বাভাবিক। আর তাতে ওর মনের মধ্যে কোনও বাধা-নিষেধ তৈরি হবে না।''
প্রসঙ্গত, সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় 'কাজল' অভিনীত শর্ট ফিল্ম দেবী। যে শর্টফিল্মের মূল বিষয়বস্তুতেই রয়েছে নারী। ইতিমধ্যেই ১ কোটিরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই শর্ট ফিল্ম।