তীব্র শ্বাসকষ্ট নিয়ে SSKM-এ ভর্তি Kabir Suman
গায়কের Covid টেস্ট করা হয়েছে। তবে রিপোর্ট এখনও আসেনি।
Edited By:
রণিতা গোস্বামী
|
Updated By: Jun 28, 2021, 06:13 PM IST
নিজস্ব প্রতিবেদন : তীব্র শ্বাসকষ্ট নিয়ে SSKM হাসপাতালে ভর্তি সঙ্গীতশিল্পী কবীর সুমন (Kabir Suman)। হাসপাতাল সূত্রে খবর, তাঁর গায়ে জ্বর রয়েছে। ইতিমধ্যেই গায়কের Covid টেস্ট করা হয়েছে। তবে রিপোর্ট এখনও আসেনি। তাঁর পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক বলেই জানা যাচ্ছে।
SSKM-র উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে তিনি ভর্তি রয়েছেন। মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সৌমিত্র ঘোষের তত্ত্বাবধানে রয়েছেন সঙ্গীতশিল্পী। ডাক্তার ঘোষ জানিয়েছেন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার রাত সাড়ে ৩টে নাগাদ ভর্তি হয়েছেন কবীর সুমন। ভর্তির সময় তাঁর অক্সিজেন মাত্রা ছিল ৯০, এখন অক্সিজেন ও অন্যান্য ওষুধ চলছে। কোভিড কিনা জানতে এইচ আর টি সি আর পরীক্ষা হয়েছে।