মন্দার মরসুমেও প্রথম দিনেই বক্স অফিসে ফাটিয়ে ব্যবসা করল শাহিদের 'কবীর সিং'

চলতি বছর বক্স অফিসে পয়লা দিনের কামাইয়ে প্রথম পাঁচটি ছবির তালিকায় জায়গা করে নিল 'কবীর সিং'।

Updated By: Jun 22, 2019, 07:36 PM IST
মন্দার মরসুমেও প্রথম দিনেই বক্স অফিসে ফাটিয়ে ব্যবসা করল শাহিদের 'কবীর সিং'

নিজস্ব প্রতিবেদন: 'কবীর সিং' শাহিদ কাপুরের কেরিয়ারের মাইলফলক। একথা আমরা বলছি না! বলছেন ছবিপ্রেমীরা। 'কবীর সিং'-এর প্রথম দিনের বক্স অফিসের আয়ও সেদিকেই ইঙ্গিত করছে। মুক্তির প্রথম দিনই প্রায় ২০.২১ কোটি টাকার ব্যবসা করেছে শাহিদের ছবি। তাও আবার উত্সবের মরসুমে মুক্তি পায়নি ছবি। এর আগে শাহিদ-দীপিকার 'পদ্মাবত' প্রথম দিনে ব্যবসা করেছিল ১৯ কোটি টাকার। 

চলতি বছর বক্স অফিসে পয়লা দিনের কামাইয়ে প্রথম পাঁচটি ছবির তালিকায় জায়গা করে নিল 'কবীর সিং'। 'ভারত', 'কলঙ্ক', 'কেশরী'-র পর চতুর্থ স্থানে রয়েছে শাহিদের ছবি। রণবীর সিং-আলিয়া ভাট অভিনীত 'গালি বয়'-এর স্থান পঞ্চম। 

ইদে রিলিজ করেছিল সলমনের 'ভারত'। ইদের ছুটিতে চুটিয়ে ব্যবসা করেছিল সল্লুর ছবি। কিন্তু শাহিদের 'কবীর সিং' মুক্তি পেয়েছে ২১ জুন। অসময়ে মুক্তি পাওয়ার পরেও মন্দ নয় বক্স অফিসের আয়। নন হলিডে রিলিজ 'টোটাল ধামাল'-কেও পেছনে ফেলেছে। অজয় দেবগণ-অনিল কাপুর-মাধুরী দীক্ষিতের মতো হেভিওয়েট অভিনেতাদের 'টোটাল ধামাল'-এর প্রথম দিনের সংগ্রহ ছিল ১৬.৫০ কোটি টাকা।

প্রসঙ্গত, 'উরি', 'লুকাছুপি', 'বদলা', 'অ্যাভেঞ্জার্স এন্ড গেম', 'দে দে পেয়ার দে'-র মতো ছবি নন হলিডে রিলিজ হওয়া সত্বেও বক্স অফিসে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। 'কবীর সিং' তেলুগু ছবি 'অর্জুন রেড্ডি'-র হিন্দি রিমেক। দুটি ছবিরই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ছবির গল্প, বেহিসেবি ডাক্তার কবীর সিংয়ের অবসাদ, মাদকাসক্তির নিয়ে ঘুরপাক খেয়েছে। মুখ্য চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন শাহিদ কাপুর। শাহিদের বিপরীতে রয়েছেন কিয়ারা আডবাণী।

আরও পড়ুন- 'হৃদয় থেকে সাড়া পাচ্ছি না', পরপর ফ্লপের ধাক্কায় আত্মোপলব্ধি শাহরুখের

.