Shah Rukh Khan’s birthday: অভিনেতা না হলে কিং খান হতেন বিজ্ঞানী!
Shah Rukh Khan’s 59th birthday: অভিনেতা রাহুল দেব, শাহরুখের সহপাঠী। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি কিং খানের সম্পর্কে বেশ কয়েকটি অজানা সত্য প্রকাশ করেছেন। সাক্ষাৎকারের সময়, রাহুল দেব এসআরকের স্কুলের দিনগুলি সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছিলেন, 'শাহরুখ পড়াশোনায় খুবই মেধাবী ছিলেন। তিনি একজন বিজ্ঞানী হতে পারতেন।'
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বয়স যতই হোক না কেন! বলিউডের বাদশাহ সবসময় এভারগ্রিন। আজ ৫৯-এ পা দিলেন বলিউডের 'কিং অফ রোম্যান্স' শাহরুখ খান। ২ নভেম্বর শুধু শাহরুখের জন্য বিশেষ দিন নয়, এই দিনটার সঙ্গে জুড়ে আছে তাঁর লাখ লাখ ভক্তের ইমোশন। বলাই চলে যে, ২ নভেম্বর মানেই 'শাহরুখ ডে'। মধ্যরাত থেকেই তাঁর বাড়ির সামনে এসে পৌঁছান হাজার হাজার ফ্যান। শুধু তাঁর এক ঝলক দেখবে বলে। ফ্যানেরা এসআরকে-র অতীত জীবন থেকে শুরু করে তাঁর স্টার হয়ে ওঠার সংগ্রাম কাহিনী সবই জানেন। শুধু তাই নয়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে 'বহিরাগত' হওয়ার জন্য শাহরুখকে কঠোর পরিশ্রম করে বলিউডে নিজের জায়গা পাকা করতে হয়েছে। নিজের দুর্দান্ত অভিনয় দক্ষতা তাঁকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছে।
অভিনেতা রাহুল দেব, শাহরুখের সহপাঠী। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি কিং খানের সম্পর্কে বেশ কয়েকটি অজানা সত্য প্রকাশ করেছেন। সাক্ষাৎকারের সময়, রাহুল দেব এসআরকের স্কুলের দিনগুলি সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছিলেন, 'শাহরুখ পড়াশোনায় খুবই মেধাবী ছিলেন। তিনি একজন বিজ্ঞানী হতে পারতেন।'
তাঁদের স্কুলের দিনগুলির কথা স্মরণ করে রাহুল বলেন, 'আমাদের স্কুলই দেশে প্রথম কম্পিউটার চালু করেছিল। এর জন্য একটি যোগ্যতা পরীক্ষা ছিল। তার জন্য ২০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছিল। সেই শীর্ষ ২০ জনের মধ্যে একজন ছিলেন শাহরুখ। রাহুল আরও বলেন, 'শাহরুখে গান গাইতেও খুব ভালো পারেন। স্কুলে মিউজিক্যাল শোগুলিতে তিনি মূল অভিনেতা এবং গায়ক দুটোর চরিত্রেই অভিনয় করতেন। তখন থেকেই তিনি থিয়েটার করতেন। এর পাশাপাশি পড়াশোনাতেও শাহরুখ পারদর্শী ছিলেন।'
আরও পড়ুন:Rohit Bal Passes Away: দীপাবলিতে দুঃসংবাদ, আচমকাই প্রয়াত প্রখ্যাত ডিজাইনার রোহিত বল...
তবে শাহরুখ শুধু পড়াশোনা, অভিনয়, গান-বাজনাতে নয়! খেলাধূলাতেও পারদর্শী ছিলেন। এই প্রসঙ্গে রাহুল বলেন, 'আমি কোনওদিন শাহরুখকে অ্যাথলেটিক্সে দ্বিতীয় হতে দেখিনি। তিনি ছিলেন ১০০ মিটার স্প্রিন্টার। কিন্তু তিনি একেবারেই বোরিং প্রকৃতির মানুষ ছিলেন। ক্লাসে কারোর সঙ্গে কথা বলতেন না। শুধু কিছু না কিছু কাজ করে যেতেন।' শাহরুখ কোনওদিন 'বড়লোকের বকে যাওয়া ছেলে' ছিলেন না। বরং তিনি মাটির মত শান্ত, পরিপাটি মানুষ ছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)