জন্মদিনে শুভেচ্ছা পর্দার সব থেকে বড় 'হিরো গব্বর সিং'কে

আজ ১২ নভেম্বর। জন্মদিন এ দেশের সিনেমার ইতহাসের সবথেকে জনপ্রিয় ডায়লগটি পর্দায় বলা মানুষটার।

Updated By: Nov 12, 2015, 10:41 AM IST
জন্মদিনে শুভেচ্ছা পর্দার সব থেকে বড় 'হিরো গব্বর সিং'কে

ওয়েব ডেস্ক: আজ ১২ নভেম্বর। জন্মদিন এ দেশের সিনেমার ইতহাসের সবথেকে জনপ্রিয় ডায়লগটি পর্দায় বলা মানুষটার।
হ্যাঁ, প্রশ্নাতীতভাবে তিনিই। আমজাদ খান। শোলের থেকে কোনও ফিল্ম বেশি টাকা রোজগার করল কিনা, অমিতাভ বচ্চনের থেকে বড় স্টার এ দেশে জন্মালেন কিনা তর্ক চলুক এই সব নিয়ে। কিন্তু সেলিম খানের লেখায় যে মানুষটা কথা বলে প্রায় ৪০ বছর ধরে একটা জাতিকে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন তিনি আমজাদ খান। এখানে কোনও তর্ক নেই।
তিনি মারা গিয়েছেন ২৩ বছর হয়ে গেল। কিন্তু আজও বোধহয় বাচ্চার মা, তাঁর বাচ্চাকে খাওয়াতে গব্বর সিংয়েরই শরণাপন্ন হন।
আজ প্রবাদপ্রতিম বলিউডের এই 'হিরো'র সেরা ডায়লগটা আরও একবার শুনে নিন। ভালই লাগবে। আর তিনি পর্দায় রোলটি প্লে করেছিলেন ভিলেনের। কিন্তু দেশের ফিল্মের ইতহাস ঘাটলে 'গব্বর সিং'-এর থেকে বড় হিরো বোধহয় সত্যিই পাওয়া যাবে না। নাহলে বীরু ইজ ব্যাক বা জয় ইজ ব্যাক হয় না। হয়, গব্বর ইজ ব্যাক!

.