জলের নীচে স্টান্ট দিশার, দেখুন ভিডিও
রানি থেকে আলিয়া কিংবা করিনা থেকে মাধুরী কিংবা জ্যাকলিন যখন সোনামের বিয়ে এবং রিসেপশনে সেজেগুজে হাজির হচ্ছেন, তখন ‘বাগি টু’ অভিনেত্রী কিন্তু ব্যস্ত নিজের কাজ নিয়ে।
![জলের নীচে স্টান্ট দিশার, দেখুন ভিডিও জলের নীচে স্টান্ট দিশার, দেখুন ভিডিও](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/05/10/119889-tiger-dishhhhhhhhhhh.jpg)
নিজস্ব প্রতিবেদন : সোনাম কাপুরের বিয়ে নিয়ে যখন ব্যস্ত গোটা বলিউড, সেই সময় দিশা পাটানিকে দেখা গেল একদম অন্যরকমভাবে। অর্থাত, রানি থেকে আলিয়া কিংবা করিনা থেকে মাধুরী কিংবা জ্যাকলিন যখন সোনামের বিয়ে এবং রিসেপশনে সেজেগুজে হাজির হচ্ছেন, তখন ‘বাগি টু’ অভিনেত্রী কিন্তু ব্যস্ত নিজের কাজ নিয়ে।
আরও পড়ুন : সোনামের রিসেপশনে করিনার একটানা নাচ, ভাইরাল ভিডিও
সম্প্রতি দিশাকে দেখা যায় জলের নীচে এক নতুন ধরনের স্টান্ট করতে। অর্থাত, বিকিনি পরে দিশা যখন নতুন ধরনের স্টান্ট করতে ব্যস্ত, সেই সময় তাঁর সেই ভিডিও ছড়িয়ে যায় সোশ্যাল হ্যান্ডেলে। দেখুন সেই ভিডিও..
এদিকে ‘বাগি টু’-এর শুটিংয়ের সময় থেকেই নাকি টাইগার শ্রফের সঙ্গে দূরত্ব তৈরি হয় দিশা পাটানির। দিশার সঙ্গে টাইগারের ব্রেকআপ নিয়ে যখন সরগরম পেজ থ্রি-র পাতা, সেই সময় ফের টাইগারের সঙ্গে দিশার ‘ডেটিং’-এর ছবি উঠে আসে প্রকাশ্যে। আর সেখানে হাজির ছিলেন টাইগার শ্রফের মা আয়শা শ্রফও।