কোন দেশে কেমন চলল কাবালি?

ছবি মুক্তির প্রথম দিনই বক্স অফিসে সুলতানের রেকর্ড ভেঙে দিয়েছিল কাবালি। দু সপ্তাহ আগে মুক্তিপ্রাপ্ত সলমন অভিনীত  সুলতান ব্যাবসা করেছিল ৩৬.৫ কোটি টাকার। কাবালি সেখানে সুলতানকে ছাপিয়ে  ব্যবসা করল ৪৮ কোটির। যদিও ছবিটি তিনটি ভাষায় মুক্তি পেয়েছে। শুধু ভারতে নয়,মার্কিন মুলুকেও রেকর্ড গড়েছে এই ছবি। তবে মুম্বইয়ের ডিস্ট্রিবিউটারদের মতে প্রথম দিনের বক্স অফিস কালেকশন ভালো হলেও ছবির রিভিউ সাংঘাতিক কিছু নয়। সোমবার থেকেই পড়তে পারে ছবির ব্যবসা। এদিকে তামিলনাড়ুতে এই ছবি ট্যাক্স ফ্রি হওয়ার সত্বেও ছবির ব্যবসা ২১.৫ কোটি টাকার। আর সঙ্গে সেরা ওপেনিং এর রেকর্ড গড়ল তালাইবা সুপারস্টার। ৬৫ বছর বয়সী এই স্টার পর্দায় ফিরেই তাঁর ক্যারিশমায় বুঝিয়ে দিলেন তিনি একাই একশো।

Updated By: Jul 25, 2016, 06:01 PM IST
কোন দেশে কেমন চলল কাবালি?

ওয়েব ডেস্ক: ছবি মুক্তির প্রথম দিনই বক্স অফিসে সুলতানের রেকর্ড ভেঙে দিয়েছিল কাবালি। দু সপ্তাহ আগে মুক্তিপ্রাপ্ত সলমন অভিনীত  সুলতান ব্যাবসা করেছিল ৩৬.৫ কোটি টাকার। কাবালি সেখানে সুলতানকে ছাপিয়ে  ব্যবসা করল ৪৮ কোটির। যদিও ছবিটি তিনটি ভাষায় মুক্তি পেয়েছে। শুধু ভারতে নয়,মার্কিন মুলুকেও রেকর্ড গড়েছে এই ছবি। তবে মুম্বইয়ের ডিস্ট্রিবিউটারদের মতে প্রথম দিনের বক্স অফিস কালেকশন ভালো হলেও ছবির রিভিউ সাংঘাতিক কিছু নয়। সোমবার থেকেই পড়তে পারে ছবির ব্যবসা। এদিকে তামিলনাড়ুতে এই ছবি ট্যাক্স ফ্রি হওয়ার সত্বেও ছবির ব্যবসা ২১.৫ কোটি টাকার। আর সঙ্গে সেরা ওপেনিং এর রেকর্ড গড়ল তালাইবা সুপারস্টার। ৬৫ বছর বয়সী এই স্টার পর্দায় ফিরেই তাঁর ক্যারিশমায় বুঝিয়ে দিলেন তিনি একাই একশো।

আরও পড়ুন বিয়ে করতে চলেছেন এই প্রাক্তন বিগ বস প্রতিযোগী

শুধু ভারতেই নয় আন্তর্জাতিক স্তরেও কাবালি বাজিমাত করেছে। বক্স অফিসের ইতিহাসে ইউ এস এ ভারতীয় ছবির প্রিমিয়ারে সর্বোচ্চ দর্শকের রেকর্ড গড়েছে কাবলি। আবার ব্যবসার দিক দিয়ে মালয়েশিয়াতে প্রথম, কানাডায় তৃতীয়, ও ইউ কে তে দশম স্থানে রয়েছে এই ছবি। এই তথ্য টুইট করে জানিয়েছেন ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ ।কাবালির ৩ দিনের মোট ব্যবসা ২০০ কোটি টাকা। তবে এই সপ্তাহের কালেকশন দেখেই বোঝা যাবে কাবালির ভবিষ্যত।

আরও পড়ুন  দাড়ি নিয়ে পৃথিবীর সেরা ১০ তথ্য

.