কর্নাটকি সঙ্গীতের রূপকথা বালমুরলীকৃষ্ণার জীবনাবসান

প্রয়াত বিখ্যাত কর্ণটাকি সঙ্গীত শিল্পী বালমুরলীকৃষ্ণা। ছিয়াশি বছর বয়সে চেন্নাইয়ে দেহত্যাগ করেন বালমুরলীকৃষ্ণা। গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন শিল্পী। 

Updated By: Nov 22, 2016, 10:21 PM IST
কর্নাটকি সঙ্গীতের রূপকথা বালমুরলীকৃষ্ণার জীবনাবসান

ব্যুরো: প্রয়াত বিখ্যাত কর্ণটাকি সঙ্গীত শিল্পী বালমুরলীকৃষ্ণা। ছিয়াশি বছর বয়সে চেন্নাইয়ে দেহত্যাগ করেন বালমুরলীকৃষ্ণা। গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন শিল্পী। 

 

আর নেই। এখন শুধুই স্মৃতি। বয়েস হয়েছিল ছিয়াশি। মঙ্গলবার চেন্নাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন কর্নাটকি সঙ্গীতের রূপকথা বালমুরলীকৃষ্ণা। পুরো নাম মঙ্গলমপল্লি বালমুরলি কৃষ্ণা। ভারতীয় সর্বোচ্চ অসমারিক সম্মান গুলি পদ্ম বিভূষণ, পদ্মভুষণ,পদ্মশ্রী সবকটিতেই সম্মানিত বালমুরলিকৃষ্ণের কেরিয়ার শুরু সেই ছ বছর বয়সে। সারা জীবনে বিশ্বজুড়ে পঁচিশ হাজারের বেশি লাইভ কনসার্ট করেছেন। মৃত্যুর কয়েক মাস আগেও অনুষ্ঠানে গান গেয়েছেন প্রবাদ প্রতীম শিল্পী।গত কিছুদিন ধরে শরীরটা ভাল যাচ্ছিল না। মনের সুর আটকে যাচ্ছিল গলায়।  মঙ্গলবার সুর হীন জীবন থেকে যাত্রা করলেন অমৃতলোকে।

.