দায়িত্বশীল নাগরিকের মতো আচরণ করুন, প্রধানমন্ত্রী কথা শুনে ঘরে থাকুন, বার্তা করিনার
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বার্তা দেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=33OADPjb)
![দায়িত্বশীল নাগরিকের মতো আচরণ করুন, প্রধানমন্ত্রী কথা শুনে ঘরে থাকুন, বার্তা করিনার দায়িত্বশীল নাগরিকের মতো আচরণ করুন, প্রধানমন্ত্রী কথা শুনে ঘরে থাকুন, বার্তা করিনার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/03/25/241004-850734-kareena-saif.jpg)
নিজস্ব প্রতিবেদন: একজন দায়িত্ববান নাগরিকের মতো আচরণ করুন। ঘরে থাকুন। সুস্থ শরীরে থাকুন। ভারতকেও ভাল রাখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা মেনে চলুন। করোনা ভাইরাসের জেরে নতুন করে ২১ দিন লকডাউনের ঘোষণার পর এবার এভাবেই সাধারণ মানুষকে সতর্ক করলেন করিনা কাপুর খান।
আরও পড়ুন : করিনাকে অশ্লীল অপমান, ধর্ম নিয়ে ফের আক্রমণ ছোট্ট তৈমুরকেও
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন করিনা। যেখানে সইফ আলি খান এবং তৈমুরকে বাথরোবে দেখা যায়। ওই ছবিতে বাড়ির মধ্যেই সইফের পিছন পিছন হাঁটতে দেখা যায় তৈমুরকে। ওই ছবি দিয়েই করোনায় সতর্ক থাকার বার্তা দেন বলিউডের এই প্রথম সারির অভিনেত্রী।
আরও পড়ুন : ইতালিতে সইফ-করিনা, উদ্বেগে ভক্তরা!
দেখুন...
ওই ছবিতে করোনা আতঙ্কের মধ্যে সুস্থ থাকার পাশাপাশি প্রধানমন্ত্রীর দফতর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনকেও ট্যাগ করেন করিনা কাপুর খান। প্রসঙ্গত এর আগে ইতালির ছবি শেয়ার করে, সেখানকার মানুষের জন্য প্রার্থনা করতে দেখা যায় করিনাকে। এই কটিন সময়ে ইতালির মানুষকে ভালবাসা জানিয়ে তাঁদের সুস্থতার প্রার্থনা করেন বেবো।