সানির পরে সাইমন্ডস
অ্যাডাল্ট ফিল্ম স্টার সানি লিওনের পর এবার নতুন চমক। বিগ বস-এ আসতে চলেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস।
Updated By: Dec 3, 2011, 08:16 PM IST
অ্যাডাল্ট ফিল্ম স্টার সানি লিওনের পর এবার নতুন চমক। বিগ বস-এ আসতে চলেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস।
প্রথমে শোনা গিয়েছিল নভজ্যোত সিং সিধু বা জন্টি রোডস-এর মধ্যে কেউ এনট্রি নিতে চলেছেন এই রিয়ালিটি শো-তে। কিন্তু আপাতত মুম্বাই সরগরম সাইমন্ডস-এর আগমন নিয়েই।
সানি লিওনের পর দ্বিতীয় আন্তর্জাতিক ব্যাক্তিত্ব হিসেবে বিগ বস-৫-এ আসবেন সাইমন্ডস, যিনি বিখ্যাত ও বিতর্কিত হয়ে আছেন ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচে হরভজন সিং-এর বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ আনা নিয়ে। আপাতত জানা যাচ্ছে, এই শো ব্যবহার করে সাইমন্ডস তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগগুলি মুছতে সচেষ্ট হবেন। সেই উদ্দেশ্যেই আগামী সপ্তাহে মুম্বাই আগমন ঘটছে এই ক্রিকেটারের।