গীতাঞ্জলির নতুন মুখ আমিশা
বহুদিন ধরেই তাঁর ফেরার অপেক্ষায় ছিলেন ভক্তরা। ছবি তো দূরের কথা কোনও এনডোর্সমেন্টেও দেখা যাচ্ছিল না তাঁকে। তবে এবার আর অপেক্ষায় থাকতে হবে না। গীতাঞ্জলি জুয়েলারি ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আমিশা পটেল।
Updated By: Nov 4, 2012, 10:26 PM IST
রবিবার আমিশা টুইট করে বলেন, খবরটা সত্যি। আমি গত সপ্তাহে গিতাঞ্জলির অফার লেটারে সই করেছি। শুধু কমার্শিয়ালেই নয়। আমিশার হাতে এখন প্রচুর ছবির অফারও রয়েছে।
অনিল শর্মার পরিচালনায় সানি দেওলের বিপরীতে সিং সাব-দ্য গ্রেট ছবিতে অভিনয় করছেন আমিশা। চলতি মাসের শেষের দিকেই ভোপাল ও ইন্দোরে হবে শুটিং। ১১ বছর আগে সানি দেওলের সঙ্গে ব্লকবাস্টার গদর: এক প্রেম কথা ছবিতে অভিনয় করেছিলেন আমিশা। সিং সাব ছাড়াও ভাইয়াজি সুপারহিট, রেস টু, ও শর্টকাট রোমিও ছবিতেও অভিনয় করবেন আমিশা।