'খুন করা হবে আলিয়াকে', হুমকি ফোন মহেশ ভাটকে
মহেশ ভাটকে হুমকি। ৫০ লক্ষ টাকা না দেওয়া হলে, খুন করা হবে তাঁর স্ত্রী সোনি রাজদান এবং মেয়ে আলিয়া ভাটকে। হুমকি ফোন এল প্রযোজক-পরিচালকের কাছে।
ওয়েব ডেস্ক : মহেশ ভাটকে হুমকি। ৫০ লক্ষ টাকা না দেওয়া হলে, খুন করা হবে তাঁর স্ত্রী সোনি রাজদান এবং মেয়ে আলিয়া ভাটকে। হুমকি ফোন এল প্রযোজক-পরিচালকের কাছে।
মহেশ ভাটের দাবি, গত ২৬ ফেব্রুয়ারি প্রথম তাঁর কাছে হুমকি ফোন আসে। এক ব্যক্তি নিজেকে গ্যাং লিডার হিসেবে পরিচয় দেন। লখনউয়ের একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা দাবি করে সে। পরে মহেশ ভাটকে SMS এবং হোয়াটসঅ্যাপও করা হয়। বিষয়টি যেন হালকাভাবে না নেওয়া হয়, সে বিষয়েও বলা হয় মহেশ ভাটকে।
গতকাল রাতে জুহু থানায় অভিযোগ দায়ের করেছেন প্রযোজক-পরিচালক। তদন্তের জন্য বিষয়টি পাঠানো হয়েছে মুম্বই পুলিসের অ্যান্টি-এক্সটরশন সেলে।
আরও পড়ুন, আজ থেকেই ব্যাঙ্কে ৪ বারের বেশি লেনদেন পিছু গুনতে হবে ১৫০টাকা